সেদিনের জিদানের সেই গুঁতো খাওয়া ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি ১৪ বছর পর মুখ খুললেন। আর জানিয়ে দিলেন, জিদান নয়, সেদিন তাঁকে ওই কাজ করতে বাধ্য করেছিলেন মাতেরাজ্জি নিজেই। ইতালিয়ান সংবাদমাধ্যম প্যাশন ইন্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন মাতেরাজ্জি। বলেছেন, ‘সেদিন জিদানকে আটকানোর দায়িত্ব ছিল আমার উপর। কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। সেজন্যে গাটুসো আমাকে বকছিল। আমি বারবার জিদানের জার্সি ধরে টানছিলাম। শেষে বিরক্ত হয়ে জিদান জিগ্যেস করল, তুমি কি আমার শার্টটা নিতে চাইছ? আমি তখন বলি, শার্ট নয়, আমি তোমার বোনকে চাইছি।’

মাতেরাজ্জির কথায়, এরপরই রণংদেহী মূর্তি ধারণ করে জিদান তাঁকে গুঁতো মারেন। সেই দিনের জন্য কিছুটা অনুতপ্তও মাতেরাজ্জি। তবে তাঁর সাফ কথা, ‘প্রতিপক্ষকে হারাতে তো চাইছিলামই। তাই অশান্তি হোক, এমনটা চাইছিলাম। জয়ের পর আনন্দে ভেসে গিয়েছিলাম।’ তবে, এত বছর পর জিদানের বিষয়ে আসল তথ্য প্রকাশ করে মাতেরাজ্জি প্রমাণ করে দিলেন, পরিবারের সদস্যের নামে কুৎসিত কথা শুনেই ধৈর্যচ্যুতি জিদানের। হ্যাঁ, ঠান্ডা মাথার জিজুর।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো