The English Alphabet (Beginner) | English Grammar
Alphabet বলতে ইংরেজীর ২৬ টি বর্ণমালাকে বুঝায়। Pronunciation of Alphabet ( প্রোনানসিয়েশন অফ্ অ্যালফাবেট) বর্ণের উচ্চারণ:
(1) A (এ) = যদিও অ (এ) উচ্চারণ করা হয় তবে ‘A book’ ‘a cat’ এ ধরনের Word I Sentence এর সময় এর উচ্চারণ হয় ‘আ’ যা গলার ভিতর থেকে আসে এবং উচ্চারণের সময় মখু গহ্বর ফাঁক হবে।
(2) B (বি) = বি উচ্চারণ একটু জোরে হবে এবং জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
(3) C (সি) = সি উচ্চারণের সময় প্রায় দাঁত বন্ধ থাকবে এবং জিহ্বার শেষ প্রান্ত— থেকে উচ্চারিত হবে।
(4) D (ডি) = এটা Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।
(5) E (ই) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(6) F (এফ) = জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে।
(7) G (জি) = দাঁত বন্ধ থাকবে কিন্তু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে।
(8) H (এইচ) = এটা Hard Sound জোরে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামান্য উল্টিয়ে যাবে।
(9) I (আই) = গলার ভিতর থেকে আসবে।
(10) J (জে) = জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হবে।
(11) K (কে) = ‘কে’ এবং ‘খে’ এর মাঝামাঝি যে উচ্চারণ সেভাবে উচ্চারিত হবে। এটাও Hard Sound
(12) L (এল) = জিহ্বা উপরের তালুতে ঠেকবে।
(13) M (এম) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(14) N (এন) = জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(15) O (ও) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
(16) P (পি) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
(17) Q (কিউ) = জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(18) R (আর) = জিহ্বা উল্টিয়ে একেবারে উপরের তালুর সাথে ঠেকবে।
(19) S (এস) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(20) T (টি) = ‘টি’ ও ‘ঠি’ এর মধ্যের মাঝামাঝি উচ্চারণ।
(21) U (ইউ) = জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।
(22) V (ভি) = ‘ভি’ ও ‘বি’ এর মাঝামাঝি উচ্চারণ।
(23) W (ডব্লিউ) = ডবল ইউ উচ্চারিত হবে। জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।
(24) X (এক্স) = জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
(25) Y (ওয়াই) = মুখ ভরে উচ্চারণ করতে হবে।
(26) Z (জেড) = এটাও Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।
যদিও Alphabet সম্মন্ধে মোটামুটি প্রত্যেকেরই জ্ঞান আছে তথাপি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে উচ্চারণ করা না হলে বা Practice না করলে Perfect উচ্চারণ আসবে না। সুতরাং নির্দেশিত উপায়ে Practice করুন সঙ্গে পড়া ও চালিয়ে যান।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
This post was last modified on December 10, 2020 11:54 am
অষ্টম (৮ম) শ্রেণি হোম সাইন্স তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান আমার সারাদিনের কর্মকাণ্ডের একটি… Read More
নবম (৯ম) শ্রেণি অর্থনীতি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান Class 9 Economics 3rd Week… Read More
নবম শ্রেণি (৯ম) শ্রেণি গনিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান নবম শ্রেণি (৯ম) শ্রেণি… Read More
নবম শ্রেণি উচ্চতর গনিত (৯ম) শ্রেণি অ্যাসাইনমেন্ট ২০২১ (৩য় সপ্তাহ) এর সমাধান নবম (৯ম) শ্রেণি… Read More
১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদান ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর… Read More
দশম সপ্তাহ (10th Week) নবম সপ্তাহ (9th Week) অষ্টম সপ্তাহ (8th Week) সপ্তম সপ্তাহ (7th… Read More