‘লাহোরে বরফ পরার সম্ভাবনা ভারত-পাক ম্যাচের থেকে বেশি।’ প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজার ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে হাজির হয়েই
সম্প্রতি এই মন্তব্য করেন গাভাসকর। ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টারের কথায়, ‘ICC টুর্নামেন্টে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হবে দু’দলের। তবে দ্বিপাক্ষিক সিরিজের কোনও প্রশ্নই নেই।’
সম্প্রতি দর্শকশূন্য মাঠে ভারত-পাক ম্যাচের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। আখতারের ওই প্রস্তাব খারিজ করেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবও।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো