হাইলাইটস
- রাজকুমার এদিন বলেন, ভারতীয় দলের কেউই সহ্য করতে পারেন না শাহিদ আফ্রিদিকে।
- পাশাপাশি তিনি এ-ও যোগ করলেন, বিরাটও ওঁকে সিরিয়াসলি নেয় না।
- এমনকী যে সময়ে শাহিদ আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলতেন, সেই সময়েও ভারতীয় দলের কেউ তাঁকে সহ্য করতে পারতেন না।
রাজকুমার এদিন বলেন, ভারতীয় দলের কেউই সহ্য করতে পারেন না শাহিদ আফ্রিদিকে। পাশাপাশি তিনি এ-ও যোগ করলেন, বিরাটও ওঁকে সিরিয়াসলি নেয় না। এমনকী যে সময়ে শাহিদ আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলতেন, সেই সময়েও ভারতীয় দলের কেউ তাঁকে সহ্য করতে পারতেন না।
একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজকুমার শর্মা বলেন, “ওঁকে কেউ সম্মান করে না, কারণ ও সেটার যোগ্যও নয়। ভারতীয় ক্রিকেটাররা অনেক ভদ্র এবং নিজেদের কোথায় বাঁধতে হয় তা জানে ভারতীয়রা।”
এরপরই রাজকুমার শর্মা আরও যোগ করলেন, “ভারতীয়রা নিজের দেশের পাশে যেমন দাঁড়ায়। তেমনই অন্য দেশ বা সেই দেশের প্রধানমন্ত্রীর নামে কখনই বাজে কথা বলে না। আমার মনে হয়, শাহিদ আফ্রিদির এবার শিক্ষার সময় হয়ে এসেছে। বিরাট কখনই ওঁর কথা বলবে না। কারণ শাহিদ আফ্রিদিকে নিয়ে বিন্দুমাত্র কথা বলেও সময় নষ্ট করবে না বিরাট।”
আরও পড়ুন: ফের বিতর্কে আফ্রিদি! কাশ্মীর দল নিয়ে PSL খেলতে চান পাক ক্রিকেটার
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন শাহিদ আফ্রিদি। আর সেখানেই বেনজির আক্রমণ করে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছিল। সে দিন ত্রাণ বিলি করতে গিয়ে শাহিদ বলে বসেন, “ভারতের দখলে থাকা কাশ্মীরের বেশির ভাগ মানুষই পাকিস্তানের পক্ষে। জোর করে ওই এলাকা দখল করে রেখেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মের রাজনীতি করছেন। ওঁর মস্তিষ্কে করোনার থেকেও ভয়ংকর রোগ আছে।”
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো