করোনা আবহের মধ্যেই চলে এসেছে মাদার্স ডে। অনেকেই হয়তো ভেবে রেখেছিলেন মায়ের জন্য অনেক কিছু করবেন। কিন্তু করোনা ভাইরাসের লকডাউন সব প্ল্যানিংয়েই জল ঢেলে দিয়েছে। রবিবার ‘মাদার্স ডে’। মাতৃ গর্ভে ন’মাস ধরে বেড়ে ওঠা সন্তানের কাছে তো ওই সময়টা লকডাউনেরই সমান।
মায়ের এই অবদানকে কুর্নিশ জানাতে উদ্যোগী হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ‘মাদার্স ডে’ উপলক্ষে সন্তানদের পক্ষ থেকে মা’কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুযোগ করে দিচ্ছে তারা। মাতৃ দিবস উপলক্ষ্যে গয়নায় বিশেষ আকর্ষণীয় অফার নিয়ে এসেছে তারা। হিরে ও প্ল্যাটিনামের গয়নার মেকিং চার্জে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে সেনকো। পাশাপাশি ২২ ক্যারেট সোনার গয়নায় প্রতি গ্রামে ১৫০ টাকা বোনাস দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে, এই বিশেষ অফার কিন্তু সীমিত সময়ের জন্য। তাই এই দিনটায় মায়ের অবদানকে কুর্নিশ জানানোর জন্য এটাই হবে সেরা সময়। আপনার মায়ের জন্য উপহার কিনুন
www.sencogoldanddiamonds.com থেকে। আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে সেই উপহার।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো