সেই ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সানার। এক সময়ের দাপুটে এই অলরাউন্ডার লিখছেন, “১৫ বছর ধরে দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ। এটা সত্যিই খুব গর্বের এবং সম্মানেরও। দলের সমস্ত সহকর্মীদের, প্লেয়ারদের, গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে আমার এই ক্রিকেট জীবনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।” একদিনের আন্তর্জাতিকে ৭২টি ম্যাচে পাকিস্তানের হয়ে ক্যাপ্টেনসি করেছেন সানা। ২৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন। আর হেরেছেন ৪৫ ম্যাচে।
একই সঙ্গে তিনি আরও লিখছেন, “আমার স্বপ্ন সত্যি করার জন্য তার থেকেও বড় কথা পাকিস্তান মহিলা দলকে একটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার পরিবার আর মেন্টরেরাও আমাকে খ্যাতির শিখরে পৌঁছতে দিন রাত কঠিন কসরত করে গিয়েছেন।”
সানা মিরই পাকিস্তানের প্রথম মহিলা ক্রিকেটার যিনি বোলার হিসাবে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। ১২০টি ওয়ানডে ম্যাচে ২৪.২৭ গড়ে ধুরন্ধর এই অফস্পিনার ঝুলিতে তুলে নিয়েছেন মোট ১৫১টি উইকেট। এ ছাড়াও ১০৬টি টি২০ ম্যাচ খেলে সানা ৮৯ উইকেট নিয়েছেন। পাকিস্তানেরই আর এক বোলার নিদা দারের ঝুলিতে টি২০তে ৯৮ উইকেট নেওয়ার রেকর্ড আছে।
Words fall short when I want to thank you all for the love,support & encouragement in the past 15 yrs. It has been… https://t.co/eiBZiuP1Wm
— Sana Mir ثناء میر (@mir_sana05) 1587806012000
সানার অবসর ঘোষণার খবর পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান বলছেন, “পাকিস্তান ক্রিকেটের তরফে সানা মিরকে আমি শুভেচ্ছা জানাই। বহু বছর ধরে তিনি পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা কান্ডারি। উঠতি ক্রিকেটারদের কাছে তিনি অনুপ্রেরণা।”
Congratulations on an incredible career @mir_sana05 Few people in sport have done more to break down barriers for t… https://t.co/u49V5ZfOy7
— Isobel Joyce (@izzyjoyce) 1587817117000
ব্যাটিংয়েও সেরার সেরা তিনি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সানা মির পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। ওয়ানডে-তে ১৭.৯১ রানরেট নিয়ে ব্যাটিংয়ে তাঁর সংগ্রহ ১৬৩০ রান। অন্যদিকে টি২০তে ১৪.০৭ রানরেট নিয়ে তাঁর সংগ্রহ ৮০২ রান। পাকিস্তান মহিলা দলে খুবই কম সংখ্যাক প্লেয়ার রয়েছেন যাঁরা ওয়ানডে -তে ব্যাট ১০০০ রানের গণ্ডি টপকেছেন এবং ১০০ উইকেটও নিয়েছেন। সানা তাঁদেরই একজন। ১০০টি টি২০ খেলার নজিরও রয়েছে তাঁর।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো