হাইলাইটস
- গুজরাতের গির অরণ্যে স্বামীর সঙ্গে ছবি তুলেছিলেন রিভাবা।
- পিছনে ছিল এক দল সিংহ।
- এই ছবির কারণেও বিতর্কের শিকার হয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গাড়ি চালিয়ে রাজকোটের রাস্তায় বেরিয়েছিলেন জাদেজা দম্পতি। ক্রিকেটার মাস্ক লাগালেই, মাস্ক ছাড়াই গাড়িতে বসেছিলেন তাঁর স্ত্রী রিভাবা। তা দেখেই কিষানপাড়া চকে গাড়ি আটকান হেড কনস্টেবল সোনাল গোসাই। ডেপুটি কমিশনার মনোহরসিং জাদেজা PTI-কে জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে বচসা হয়েছে, এটা জানি। কারণ স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানতে পেরেছি রিভাবা জাদেজা মাস্ক পরে ছিলেন না।
পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে এর আগেও বিতর্ক সৃষ্টি করেছেন রিভাবা। জামনগরে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে জামনগর থানার ওই কনস্টেবলের সাইকেলে ধাক্কা মেরেছিলেন রিভাবা। দুর্ঘটনায় আহত হন সেই পুলিশকর্মী। পরে যদিও দু’পক্ষে রফাও হয়ে যায়।
আরও পড়ুন: লকডাউনে ঘোড়াপ্রেমে মজে ‘স্যর’ জাডেজা
এছাড়াও গুজরাতের গির অরণ্যে স্বামীর সঙ্গে ছবি তুলেছিলেন রিভাবা। পিছনে ছিল এক দল সিংহ। এই ছবির কারণেও বিতর্কের শিকার হয়েছিলেন তিনি।
গত বছরই BJP-তে যোগ দেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা।
এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো