এনআইটি-র এই ৭৩২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৪ জন বছরে ৪৩ লক্ষ টাকার পে প্যাকেটে কাজে যোগ দিতে চলেছেন। এই বছরে এই পে প্যাকেটই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। এনআইটি-ওয়ারাঙ্গলের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেকশন জানিয়েছে ৮০ শতাংশ পড়ুয়া ১৭৭টি কোম্পানির থেকে চাকরির প্রস্তাব পেয়েছে। ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই এই ছাত্র-ছাত্রীরা কাজে যোগ দিতে পারবেন।
যে কোম্পানিগুলির কাছ থেকে এনআইটি-ওয়ারাঙ্গলের পড়ুয়ার চাকরির প্রস্তাব পেয়েছেন, তার বেশিরভাগই আইটি ফার্ম। বাড়ি থেকে কাজের সুযোগ থাকায় এই কোম্পানিগুলো চাকরির প্রস্তাবে কোনও কাটছাঁট করছে না। ২৮৯ জন পড়ুয়া বছরে ১০ লক্ষের বেশি পে প্যাকেজে কাজে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো