লাদাখের মানুষ বরাবর দেশপ্রেমের পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন চেরিং। কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ার জন্য তাঁরা অনেক লড়াই করলেও আজ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন চেরিং।
Edited By Shramana Ray |
EiSamay.Com | Updated:
- লকডাউনে দেশের বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন অন্যান্য রাজ্যের মানুষ।
- একইভাবে দেশের অন্যত্র আটকে লেহ-লাদাখের বাসিন্দারাও।
লকডাউনে দেশের বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন অন্যান্য রাজ্যের মানুষ। একইভাবে দেশের অন্যত্র আটকে লেহ-লাদাখের বাসিন্দারাও। কিন্ত সব রাজ্যের সরকার তাদের বাসিন্দাদের যে ভাবে ঘরে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, তার ছিটোফোঁটাও এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের মধ্যে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চেরিং। এই সংকটের পরিস্থিতিতে লাদাখ প্রশাসন তার বাসিন্দাদের সঙ্গে অমানবিক ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি।
চেরিং-এর দাবি লেহ ও লাদাখের অন্তত ২০,০০০ মানুষ দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। এদের মধ্যে সাধারণ যাত্রীস অসুস্থ মানুষ, তীর্থযাত্রী ও ছাত্র-ছাত্রী রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদের ফিরিয়ে আনার জন্য তিনি লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের কাছে বারবার অনুরোধ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
(বাংলা খবর from Eisamay , TIL Network)
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো