Table of Contents (সূচিপত্র)
ইংরেজিতে participle ও gerund এর পার্থক্য কীভাবে বোঝা সম্ভব?
Gerund and Participle চেনার উপায়
Participle এবং Gerund সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করছি। দেখি সহজে আলোচনা করা যায় কিনা।
Participle এবং Gerund এর পার্থক্য সম্বন্ধে ভাল করে বুঝতে হলে আগে Non-finite Verb সম্বন্ধে সামান্য বলে নেয়া ভাল।
যে Verb পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না তাকে Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়া বলে। যেমন:
I want to play .
He doesn’t want to watch the movie.
I saw her reading a novel.
উপরে যে মোটা অক্ষর(Bold) গুলো দেখতে পারছেন এগুলো সব Non-finite Verb। কারণ এই Verb গুলো খেলতে, দেখতে, পড়তে ইত্যাদি অর্থ প্রকাশ করছে, এগুলো পূর্ণরূপে অর্থ প্রকাশ করছে না।
Gerund কি?
Verbal noun কাকে বলে?
Verb এর রূপ?
“Nominative absolute কাকে বলে”
Having এর ব্যবহার?
“Participle কাকে বলে”
“Gerund and participle চেনার উপায়”
“Infinitive কাকে বলে”
“Gerund and participle exercises”
Non-finite Verb তিন প্রকার। যথা:
Infinitive.
Participle.
Gerund.
Gerund and Participle চেনার উপায়
1) Infinitive: Verb এর Present form এর পূর্বে to বসিয়ে Infinitive গঠন করা হয়। যেমন:
• He told me to do the work.
• I want to buy a saree.
2) Participle: যে Verb গঠন করতে কোন Be Verb বা Auxiliary Verb এর সাহায্য ছাড়াই Verb এর রূপ পরিবর্তন করা যায় সেটাই Participle। একটি বাক্যে Participle সাধারণত Verb এবং Adjective এর ন্যায় কাজ করে।
Participle তিন প্রকার। যথা:
i/ Present Participle. (Verb + ing)
উদাহরণ:
• I saw a sleeping child on this street last night.
• The boy came to me smiling.
ii/ Past Participle. (gone, done, written…etc)
উদাহরণ:
• I saw a rotten mango on the tree.
• The polluted water can cause many diseases.
iii/ Perfect Participle. (Having + Verb এর Past Participle)
উদাহরণ:
• Having said Goodnight, he went away.
• Having passed MA, he joined a good job.
…
3) Gerund: Gerund এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্যপদ । Gerund গঠন করতেও কোন Be Verb বা Auxiliary Verb এর সাহায্য লাগে না। এটি বাক্যে Noun এবং Verb এর কাজ করে। Verb এর সাথে ing যোগ (verb + ing) করে Gerund গঠন করা হয়। যেমন:
• Swimming is a good exercise.
• I like playing badminton.
• Stop shouting.
…
এখন গুরুত্বের সাথে লক্ষ্য করুন:
Present Participle এবং Gerund উভয়ের মধ্যে মিল হচ্ছে:
✓ উভয়ই Verb এর কাজ করে।
✓ উভয়কেই Double part of speech বলে।
Present Participle এবং Gerund এর মধ্যে পার্থক্য গুলো হচ্ছে:
✓ উভয়ই Verb এর কাজ করে, কিন্তু Present Participle শুধু Adjective এর কাজ করে এবং Gerund শুধু Noun এর কাজ করে।
✓ Gerund যখন শুধু Noun এর কাজ করে তখন তাকে Verbal Noun বলে। যেমন: The reading of, The making of ইত্যাদি।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Join Our Facebook Group
Hi, I am Jabed Hossain from 10 Minute Madrasah. I am an online graver, working as freelancer. This site is only for gathering knowledge process.