এই সময় ডিজিটাল ডেস্ক: কোরানা প্যানডেমিকের পর অনেক আন্তর্জাতিক কোম্পানিই চিন থেকে তাদের কারখান গুটোতে চাইছে। এই সব কোম্পানিগুলিকে ভারতে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিন ছেড়ে এমনই এক জার্মান জুতোর ব্র্যান্ড আসতে চলেছে আগ্রায়।
বিদেশি বিনিয়োগ টানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। জার্মান জুতো কোম্পানি ভন ওয়েলেক্স তাদের গোটা প্রোডাকশন ইউনিটটি আগ্রায় নিয়ে আসছে বলে খবর। আগ্রায় প্রোডাকশন ইউনিট তৈরি করতে প্রাথমিক ভাবে ১১০ কোটি টাকা ভন ওয়েলেক্স বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে। এখানে বছরে ৩০ লক্ষ জোড়া জুতো তৈরি হবে। উত্তরপ্রদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ দিয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।
ভন ওয়েলেক্স এবং ল্যাকট্রিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কোলাবরেশনে আগ্রায় এই প্রোডাকশন ইউনিটটি নির্মিত হবে। ২০১৯ থেকে ভন ওয়েলেক্সের জুতো ভারতের বাজারে পাওয়া যায়। দু-বছরের মধ্যে পূর্ণ ক্ষমতায় উত্পাদন শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
খবরটি ইংরেজিতে পড়ুন।
Source link
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Related