বিসিসিআই-এর এই ‘টিম মাস্ক ফোর্স’-এ রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তরুণদের মধ্যে এই দলে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে প্রাক্তনদের মধ্যে যেরকম সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন, তেমনই আছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেহওয়াগ এবং হরভজন সিং। মহিলা ক্রিকেট দল থেকেও আছেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কউর এবং মিতালী রাজ।
ভিডিয়োর ঠিক শুরুতেই বিরাট বার্তা দিয়ে বলে উঠলেন, ‘আপনারার পুরো পরিবার মিলে আমাদের উদ্দীপনা বাড়ান। আর আজ আমি আপনার পুরো পরিবারের জন্য একটা কথা শেয়ার করতে এসেছি। ভারতীয় দলে খেলা আমার জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু আজকে আমরা আরও বড় একটি দল গঠন করতে চলেছি। আর তা হল “টিম মাস্ক ফোর্স”।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের প্রধানমন্ত্রী যেরকম করোনাভাইরাস মোকাবিলার জন্য বহু টাস্ক ফোর্স বানিয়েছেন। তেমনই …” আর এরপরই দাদা ব্যাটন তুলে দিলেন স্মৃতি মান্ধানার কাছে।
#TeamIndia is now #TeamMaskForce!Join #IndiaFightsCorona and download @mygovindia’s @SetuAarogya mobile applicati… https://t.co/58iu2dixD8
— BCCI (@BCCI) 1587198732000
দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা বলেন, “আমাদের মাস্ক ফোর্সের সদস্য হওয়া খুব সহজ। মুখে মাস্ক পরে আমাদের দলে যোগ দিন।’ মাস্টারব্লাস্টার সচিন বলেন, ‘চলো ইন্ডিয়া মাস্ক পরে মাস্ক ফোর্সের সদস্য হয়ে যাও। আর মনে রাখবে কিছুক্ষণ অন্তর কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।’ দ্য ওয়াল রাহুল দ্রাবিড় বলে ওঠেন, “বাড়ির বাইরে বেরোলে কিন্তু মাস্ক অবশ্যই পরতে হবে।”
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো