–ব্যারাকপুর মহকুমায় ফের তিন করোনা আক্রান্তের হদিস মিলল। এদের মধ্যে একজন ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতের বাসিন্দা, অপর দু’জনের বাড়ি উত্তর দমদম পুরসভা এলাকায়। দ্বিতীয় করোনা আক্রান্তের হদিস মিলেছে অশোকনগরে।
—উত্তর দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শ্রীনগরে এক বয়স্ক মহিলার শরীরে করোনার নমুনা পাওয়া গিয়েছে। একই দিনে ১২ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীদুর্গাপল্লিতেও ষাটোর্ধ্ব এক প্রবীণের শরীরে করোনা থাবা বসিয়েছে। শনিবারই দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
—অশোকনগরের পঞ্চায়েত এলাকার বাগপুল গ্রামের ৫৩ বছরের এক প্রৌঢ়ার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার করোনা হাসপাতালে। আক্রান্তের পরিবারের ১৩ জন সদস্যকেই কোয়ারান্টিন করা হয়েছে। অশোকনগর পুরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের বাড়ি এবং স্থানীয় এলাকা স্যানিটাইজ করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, ‘এই নিয়ে অশোকনগরে দু’জন করোনায় আক্রান্ত হলেন। বাগপুলে পুলিশ প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছে।’
—শুক্রবার রাতে ই এম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালের কর্মীকে করোনার উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন সন্ধ্যায় কোয়ারান্টিনে পাঠানো হয়েছে দত্তাবাদের বাসিন্দা ওই যুবকের পরিবারের ৪ জনকে। ঘিরে দেওয়া হয়েছে ওই যুবকের বাড়ির চারপাশ।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো