চিনের দাবি, বারবার সতর্ক করা সত্বেও করোনা নিয়ে কোনও সতর্কতাই নেয়নি আমেরিকা। সামান্য একটি ফ্লু বলে উপেক্ষা করেছে করোনাকে। সেই বিষয়টি বোঝাতেই এবার অ্যানিমেশন তৈরি করল চিন। তাতে দেখা যাচ্ছে, চিনের তরফে আমেরিকার ‘স্ট্যাচু অফ লিবার্টি’কে জানানো হচ্ছে, ‘আমরা একটা ভাইরাস আবিষ্কার করেছি।’

আমেরিকার বিখ্যাত সেই স্থাপত্য উত্তর দিচ্ছে, ‘এটা তো সামান্য একটা ফ্লু।’ এমনকী চিনের করোনা-যোদ্ধারা বারবার সতর্ক করলেও মাস্ক পরা বা লকডাউনের মতো বিষয়গুলিকে ‘বর্বরোচিত’ বলছে আমেরিকা। শেষে যখন করোনায় বিপর্যস্ত হয়ে পড়ছে আমেরিকা, তখন চিনকে নিশানা করছে ‘স্ট্যাচু অফ লিবার্টি’। তথ্য গোপনের অভিযোগ তুলছে। ভিডিয়োটির শেষে দেখা যাচ্ছে, ‘স্ট্যাচু অফ লিবার্টি’ জ্বরে লাল হয়ে যাচ্ছে। তবুও বলছে, ‘আমরাই ঠিক ছিলাম।’
১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিয়োটির নাম দেওয়া হয়েছে, ‘ওয়ানস আপন অ্যা ভাইরাস’! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে ভিডিয়োটি। তবে, এই অ্যানিমেশন ভিডিয়ো যে চিন-আমেরিকা সংঘাতে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো