বিভিন্ন রাজ্য স্বাস্থ্যকর্মীদের উপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে। তাতে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে দেওয়া চিঠিতে বলেছে, স্বাস্থ্যকর্মীরা জরুরি স্বাস্থ্য পরিষেবার অংশ। তাঁদের আটকালে কোভিড-১৯ প্রতিরোধ ও অন্যান্য মেডিক্যাল ক্ষেত্রে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। স্বাস্থ্যকর্মীদের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ও প্রতিবেশী রাজ্যগুলিকে বাধা দিয়ে সীমানা বন্ধ করে দেওয়ায় দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় স্বাস্থ্য পরিষেবাকে সমস্যার মুখে পড়তে হয়েছে।
চিঠিতে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ‘মানুষের প্রাণ বাঁচাতে ও জনস্বাস্থ্যের চাহিদা মেটাতে সব স্বাস্থ্যক্ষেত্রের কর্মীর মসৃণ গতিবিধি অত্যন্ত প্রয়োজন।’ সব রাজ্যগুলিকে ক্লিনিক ও নার্সিংহোমগুলি খোলা নিশ্চিত করতেও বলেছে কেন্দ্র।
বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পরদিনই রাজ্যগুলিকে এই চিঠি পাঠালেন মুখ্যসচিব রাজীব গৌবা।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো