— চেন্নাইয়ে কোভিড-১৯ আক্রান্ত বেড়ে ২০০৮। গোটা তামিলনাড়ুতে সংক্রামিত ৪০০০।
— কর্নাটকে গত ২৪ ঘণ্টায় ২২ জন-সহ মোট আক্রান্ত ৬৭৩, সুস্থ ১০
— শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত ১৯৫, সংক্রামিত ৩,৯০০
— কোভিড ১৯ চিকিত্সায় প্রয়োজনীয় ওষুধ তৈরির দিকে আরও এক পা এগোল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিকাল টেকনলজি। Remdesivir তৈরি করার কি স্টার্টিং মেটিরিয়াল সিন্থেসাইজ করতে সক্ষম হয়েছে হায়দরাবাদ স্থিত CSIR-IICT।
— রাজস্থানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও পাঁচ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৮২।
— পঞ্জাবের মুক্তসারে ১৫ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩।
— নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার সকালে ভিডিয়ো কনফারেন্স করেন রাহুল গান্ধী। করোনার পর অর্থনীতিকে কী ভাবে চাঙ্গা করা যায় এবং দেশের গরীব মানুষকে এই সংকটের সময়ে কী ভাবে রক্ষা করা যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়।
— আজই কেরালার এরনাকুলম থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন রওনা দেবে উত্তর প্রদেশের উদ্দেশে।
— মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬,৪৩৩। মৃতের সংখ্যা ১৫৬৮।
— ওডিশায় আরও একজনের শরীরে পাওয়া গেল করোনা সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭০। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬০ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
— দিল্লিতে ডি-কনটেনড করা হল আরও তিনটি জোন। বর্তমানে দিল্লিতে মোট ৯০টি কনটেনমেন্ট জোন রয়েছে।
— উত্তর প্রদেশে একদিনে মদের বিক্রি হল ১০০ কোটি টাকার বেশি।
— মলদ্বীপ এবং আরব দেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্যে রওনা দিল তিনটি জাহাজ।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো