4 Indian Army personnel incl the Commanding Officer, Major of 21 Rashtriya Rifles unit along with 2 soldiers &one J… https://t.co/JC3n9BlW3u
— ANI (@ANI) 1588474407000
সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে জঙ্গিদের একটি বড়সড় দল কাশ্মীরে যে অনুপ্রবেশ করেছে, সে খবর ভারতীয় সেনা বাহিনীর কাছে ছিল। গোয়েন্দা সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতেই গত কয়েক দিন ধরে হান্দওয়াড়ার ঘন জঙ্গল ও গ্রামগুলিতে ছানবিন করে জঙ্গিদের খোঁজ চলছিল। অবশেষ শনিবার বিকেলে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে, জোরদার অপারেশনে নামে বাহিনী। এর পর সংঘর্ষে মৃত্যু হয় চার সেনার। মৃতদের মধ্যে একজন কম্যান্ডিং অফিসার, একজন ২১ রাষ্ট্রীয় রাইফেল, ২ সেনা ও একজন জম্মু-কাশ্মীরের পুলিশের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এ দিন সেনার এক আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে চার ভারতীয়ের মৃত্যু হয়েছে। নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী।
প্রসঙ্গত, কাশ্মীরের একাধিক জায়গায় একাধিক আত্মঘাতী হামলার ছক কষেছে পাক মদতপুষ্ট সংগঠন জইশ-ই-মহম্মদ। গোয়েন্দারা জইশের এই মারাত্মক পরিকল্পনার কথা ফাঁস করে, নিরাপত্তা বাহিনীকে ইতিমধ্যে সতর্ক করেছেন।
গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, ১১ মে দিনটিকে মাথায় রেখে এরই মধ্যে ২৫ থেকে ৩০ জঙ্গি কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েছে। পাকিস্তান সেনার সাহায্য নিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করে। একসঙ্গে না ঢুকে, বিগত কিছুদিন ধরে ভাগে ভাগে জইশ জঙ্গিরা ভারতে ঢুকছে। ভারতীয় সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একমাসে বড় সংখ্যক জঙ্গি মারাও পড়েছে। সূত্রের খবর, জইশের টার্গেট হল, সামনের কয়েক দিনের মধ্যে ভারতে সত্তরের বেশি জঙ্গি ঢোকানো।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো