6th week | Assignment Answer For Class 9 Science
নবম শ্রেণির ব্যবসায় ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আজ ৯ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান বিষয়ের এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি সংক্রান্ত এসাইনমন্টে সমাধান নিয়ে আলোচনা করবো; এর মাধ্যমে তোমরা এসিডের সঙ্গা, ভিনেগারকে দূর্বল এসিড বলার কারণ ও পাকস্থলীতে এসিডিটি নিয়ে নিন্মের নির্ধারিত কাজগুলো উত্তর করতে পারবে।
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
I) HCl(aq) + Mg(OH),(aq) =
II) HCl(aq) + Al(OH)3(aq) =
ক) এসিডের সঙ্গা দাও?
খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের II) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।
ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।
তাহলে আমরা আজ মূল আলোচনায় চলে যাই, তোমরা অবশ্যই হুবহু কপি না করে আইডিয়া সংগ্রহ করে নিজের ভাষা লিখবে।
ক) এসিডের সঙ্গা দাও?
উত্তর: এসিড হল এমন একটি পদার্থ যা জলে যুক্ত হওয়ার সাথে সাথে হাইড্রোজেন আয়ন প্রকাশ করে অর্থাৎ জলে দ্রবীভূত হওয়ার সময় H+ আয়ন তৈরি করে।
খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর;
উত্তর: ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়। কারণ ব্যাখ্যা করা হলো :
যেসব এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে, তাদেরকে দুর্বল এসিড বলা হয়।
ভিনেগার এসিটিক এসিডের (CH3COOH) ৬-১০% ও পানির মিশ্রণে তৈরি।
ভিনেগার এসিড জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত না হয়ে, আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে।
তাই ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়।
গ) উদ্দীপকের II) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর:
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হল –
HCl(aq) + Al(OH)3(aq) =?
বিক্রিয়াটি সমতাকরণ পাই –
3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
এখানে তিন অনু হাইড্রোক্লোরিক এসিড (HCl) এক অনু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড (Al(OH)3) এর সাথে বিক্রিয়া করে এক অনু অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) ও তিন অনু পানি উৎপন্ন করে।
আমরা জানি, এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি অর্থাৎ নিরপেক্ষ যৌগ উৎপন্ন করলে, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
এখানে (HCl), Al(OH)3 এর সাথে বিক্রিয়া করে লবণ(AlCl3) ও পানি উৎপন্ন করেছে।
সুতরাং, (ii) নং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।
ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর:
উত্তর: পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করা হলো –
উদ্দীপকের বিক্রিয়া দুটি হল –
2HCl (aq) + Mg(OH)2 (aq) → MgCl2 + 2H2O
3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম।
গ) উদ্দীপকের II) নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর:
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হল –
HCl(aq) + Al(OH)3(aq) =?
বিক্রিয়াটি সমতাকরণ পাই –
3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
এখানে তিন অনু হাইড্রোক্লোরিক এসিড (HCl) এক অনু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড (Al(OH)3) এর সাথে বিক্রিয়া করে এক অনু অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3) ও তিন অনু পানি উৎপন্ন করে।
আমরা জানি, এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি অর্থাৎ নিরপেক্ষ যৌগ উৎপন্ন করলে, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
এখানে (HCl), Al(OH)3 এর সাথে বিক্রিয়া করে লবণ(AlCl3) ও পানি উৎপন্ন করেছে।
সুতরাং, (ii) নং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।
ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর:
উত্তর: পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করা হলো –
উদ্দীপকের বিক্রিয়া দুটি হল –
2HCl (aq) + Mg(OH)2 (aq) → MgCl2 + 2H2O
3HCl (aq) + Al(OH)3(aq)→ AlCl3 + 3H2O
এসিড + ক্ষার→ লবণ + পানি
পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো