Table of Contents (সূচিপত্র)
৬ষ্ঠ শ্রেণির এ্যাসাইনমেন্ট (পঞ্চম সপ্তাহের জন্য) উত্তরপত্র বা সমাধান (বিজ্ঞান)
Class 6, 7, 8, 9 English Assignment Answer (5th Week)
শ্রেণি: ৬ষ্ঠ বিষয় বিজ্ঞান ৫ম এসাইনমেন্ট
১।এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?
২। দুধ কী জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।

৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর 5th week assignment Ans

৩। নিচের ছকে ছবিগুলো দেখে i) ও ii) নং এর উত্তর দাও:
সরল যন্ত্র i) কোন শ্রেণির লিভার, যুক্তি দাও ii) কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়
উত্তর: ছবি(১) i) হলো যাতি।এটি দ্বিতীয় শ্রেণীর লিভার । যাতির ক্ষেত্রে ভারকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
ii) এর যান্ত্রিক সুবিধা -যাতির ক্ষেত্রে (যেমন সুপারি) কে যত বেশি ফালক্রাম এর কাছে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ হবে। এই ক্ষেত্রেও তার বাহুর দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য যান্ত্রিক সুবিধা পাওয়া যায়।
উত্তর: ছবি(২) i) হলো হাতুড়ি । হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার এর মত কাজ করে।
ii)একটি হাতুড়ির সাধারণত দুই প্রান্ত তাকে এক প্রান্ত দিয়ে কাঠের লোহা ঢুকানো হয় অন্য প্রান্ত দিয়ে এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে বের করা হয় হাতুড়ি দিয়ে যখন করা হয় তখন হাত দিয়ে হাতুড়ির হাতল ধরে বল প্রয়োগ করা হয় আবার যেখানে লোহাটি থাকে তার পাশ দিয়ে এটিকে ওঠানো হয় যেটি হিসেবে কাজ করে এক্ষেত্রে লোহা বের করার বাধা হিসেবে কাজ করে।
Get All Details Here: ☛☛☛☛☛☛☛☛
Class 6, 7, 8, 9 English Assignment Answer (4th Week)
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত (৪র্থ সপ্তাহের) এ্যাসাইনমেন্ট প্রকাশ সাথে PDF ডাউনলোড
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো