Table of Contents (সূচিপত্র)
বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান- অলিম্পিক গেমস।
সাধারন জ্ঞান সব বিষয় ২০২১
• প্রাচীন অলিম্পিক শুরু হয়- ৭৭৬ খ্রী.পূ. গ্রীসে।
• আধুনিক অলিম্পিক শুরু হয়- ১৮৯৬ সালে।
• আধুনিক অলিম্পিক এর মূলনীতি- ক্ষীপ্রতা, উচ্চতা ও শক্তি।
• অলিম্পিক খেলাকে বলা হয়- Greatest Show in Earth.
• অলিম্পিক সূচনা হয় – গ্রীসে, অনুষ্ঠিত হয়- ৪ বছর পর পর।
• অলিম্পিক পতাকায় বৃত্ত রয়েছে- ৫ টি (ভিন্ন ভিন্ন রংয়ের)।
২০২১ সালের অলিম্পিক গেমস কোথায় হবে?
৫ টি বৃত্ত দ্বারা বােঝায়- ৫ টি মহাদেশকে। যেমন:
১. এশিয়া (হলুদ)
২. ইউরােপ (নীল)
৩. আফ্রিকা (কালাে)
৪. আমেরিকা (লাল)
৫. ওশেনিয়া (সবুজ)
২০২১ সালের অলিম্পিক গেমস কোথায় হবে?
• অফিসিয়াল ভাষা- ইংরেজি ও ফরাসি।
• আধুনিক অলিম্পিকের জনক
• মহিলারা প্রথম অংশগ্রহণ করে- ১৯২৮ সালে।
• সালে ফ্রান্সের পিয়েরে ডি কুবার্তো প্রতিবন্ধীদের জন্য যে অলিম্পিক- প্যারা অলিম্পিক।
• আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) প্রতিষ্ঠিত হয়- ১৮৯৪ সালে।
• আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর- লুজান, সুইজারল্যান্ড।
• অলিম্পিক জাদুঘর অবস্থিত- সুইজারল্যান্ডের লাউসানে।
• অলিম্পিকে মেয়েরা প্রথম অংশগ্রহণ করে-প্যারিস অলিম্পিকে ১৯০০ সালে।
• বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক আসর অনুষ্ঠিত হয়নি- ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে।
• বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে- ১৯৮৪ সালে লস এঞ্জেলসে।
• বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে- ২৩তম অলিম্পিকে।
২০২১ সালের অলিম্পিক গেমস কোথায় হবে?
করোনা মহামারীর কারণে ২০২০ টোকিও অলিম্পিক শুরু হবে ২০২১ সালের ২৩ জুলাই ।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Join Our Facebook Group
Hi, I am Jabed Hossain from 10 Minute Madrasah. I am an online graver, working as freelancer. This site is only for gathering knowledge process.