সিটিজি টাইমসে সংবাদ প্রকাশ : লোহাগাড়ায় ত্রাণ বঞ্চিত কলোনীতে খাদ্য সমাগ্রী নিয়ে ওসি জাকের
প্রকাশ: ২ মে, ২০২০ ৭:৪২ : অপরাহ্ণ
আলাউদ্দিন
লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া সদর ইউনিয়নের ত্রাণ বঞ্চিত ৩টি কলোনীর ভাড়াটিয়া ১৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছেছে।
২মে ( শনিবার ) বিকাল ৪ টার দিকে হোসেন আলী মাতবর পাড়ার কোলনীতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহামুদ।
এর আগে ‘লোহাগাড়ায় ত্রাণ বঞ্চিত কলোনীর ভাড়াটিয়ারা’ শিরোনামে চট্টগ্রাম শীর্ষস্থানীয় অনলাইন “সিটিজি টাইমস ডটকম”এ প্রতিবেদন প্রকাশের পর এই প্রথম খাদ্য সামগ্রী পৌঁছায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ সিটিজি টাইমসকে জানান, প্রতিবেদনটি দেখে ত্রাণ বঞ্চিত ওই ১৩টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী উদ্যোগ গ্রহণ করি। আজ তাদের হাতে তুলে দিলাম
ওসি জানান, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষগুলোর দূরদিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে। পুলিশ জনতার বন্ধু।
তিনি আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াবেন।
এসময় হাতে খাদ্য সামগ্রী পেয়ে কলোনীর ভাড়াটিয়ারা অবেগ আপ্লুত হয়ে বলেন, আল্লায় ওসি স্যাররে বাচিয়ে রাখুক। তিনি আজকে আমাদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন। লকডাউনে আমরা সবাই খুব অসহায় অবস্থায় ছিলাম। এখনো পযর্ন্ত কোন জনপ্রতিনিধি কেউ এগিয়ে আসেনি।
এদিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদের এ মানবিকতায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো