দ্বীপজয় সরকার,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ আজ ৩০-০৫-২০২০ তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের rtPCR ল্যাবে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ৪১৯ টি।
যার মধ্যে COVID19 পজিটিভ হয় ৪৮ টি নমুনায়। এর মধ্যেঃ
জামালপুর ৩০ জন,টাঙ্গাইল ০১ জন,ময়মনসিংহ ১৭জন,ভালুকা ০৮ জন,ত্রিশাল ০৫ জন,MMCH ০৩ জন,নান্দাইল ০১ জন।