দ্বীপজয় সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভালুকা ডিগ্রি কলেজ সংলগ্ন ময়মনসিংহ থেকে আসা ঢাকা পথগামী ইমাম পরিবহন ও রাজেন্দ্রপুর থেকে আসা প্রাইভেটকার ইটার্নে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকার এর ড্রাইভার সহ ৬ জন নিহত হয়। আহত দুই জনকে চিকিৎসার জন হসপিটালে প্রেরণ করা হয়।
নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় নিহত, হাসনা ও নাজমা দুই বোন , হাসনার ৮ বছর বয়সী ছেলে হাসিবুল, হাসনার বাবা হযরত আলী, হাসনার মা, ও ড্রাইভার রাজেন্দ্রপুর বিমান বাহিনী রোড নিজ বাসা থেকে ত্রিশাল আমিরাবাড়ী শিমুলিয়া বাজার বরগাঁও গ্রামের বাড়ীতে যাওয়ার পথে সকাল আনুমানিক ৮.৩০মিনিট ঘটনা স্থলে নিহত হয়।
নিহতদের ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ১ ঘন্টা যাবৎ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফারিতে লাশ প্রেরণ করেন।হাসনার স্বামী মালশিয়া প্রবাসী করিম জানান তাদের রাজেন্দ্রপুর বিমানবাহিনী রোডে নিজস্ব বাড়ী রয়েছে সেখান থেকে আজ সকালে গ্রামের বাড়ী ত্রিশাল বরগাঁও বেড়াতে যাচ্ছিল।
নিহত হাসনার মামাত ভাই সোহেলের সাথে কথা বলে নিহতদের তথ্য পাওয়া যায়।স্থানীয় লোকজনের দাবি বেপরোয়া গাড়ি চালানোর জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই সাধারন জনতা প্রতিটা ইউটার্নের সামনে স্পিড ব্যাকার স্থাপনের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।