“মুজিবুর রহমান!
ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান।”
—কবিতাটি কে লিখেছেন?
আবহমান বাংলার খ্যাতিমান পল্লীকবি জসীমউদ্দীন তাঁর ‘বঙ্গবন্ধু’ কবিতায় লিখেছেন- ‘মুজিবর রহমান/ঐ নাম যেন বিসুভিয়াসের অগ্নি উগারী বান।/বঙ্গদেশের এ-প্রান্ত হতে সকল প্রান্ত ছেঁয়ে,/জ¦ালায় জ¦লিছে মহাকালানল ঝঞ্ঝা-অশনি বেয়ে।… … তোমার হুকুমে তুচ্ছ করিয়া শাসন-ত্রাসন-ভয়,/আমরা বাঙালী মৃত্যুর পথে চলেছি আনিতে জয়।’
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো