বেজিং: চিন থেকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, একথা মোটামুটি বিশ্ব বিদিত। আমেরিকা, ফ্রান্স, ইতালি, ভারতের মত একের পর এক দেশ যখন করোনার ধাক্কায় কার্যত ধরাশায়ী, তখন আকাশে স্পেশক্রাফট ওড়াচ্ছে চিন।
মঙ্গলবার সফলভাবে চিনের তাদের সবথেকে বড় কেরিয়ার রকেট উড়িয়েছে। সেই রকেটে ছিল এক নিউ জেনারেশন স্পেসক্রাফট। চিনের সংবাদমাধ্যম সিসিটিভি-তে এই খবর প্রকাশিত হয়েছে।
চিনের স্থানীয় সময় সন্ধে ৬টায় Long March-5B নামে ওই রকেট ওড়ানো হয়। চিনের হাইনান প্রদেশের দক্ষিণের একটি দ্বীপে অবস্থিত ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ওড়ানো হয় সেই রকেট।
ওই রকেট লম্বায় ৫৩.৭ মিটার। ৮৪৯ টন পর্যন্ত ওজন বহন করা যায়।
মার্চ মাসেই চিন জানিয়েছিল যে পরীক্ষামূলকভাবে এটি স্পেসক্রাফট পাঠাতে যায়, যাতে কোনও মহাকাশচারী থাকবে না। আগামি দিনে মহাকাশ অভিযানে মানুষ পাঠানোর আগে পরীক্ষামূলকভাবে এই যান পাঠানো হয়। এপ্রিল মাসেই এই মহাকাশযান পাঠানোর কথা ছিল।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো