জিয়াউল ফারুক অপূর্ব শোবিজ পাড়ায় জনপ্রিয় তারকাদের একজন । তার একমাত্র পুত্র জায়ান ফারুক আয়াশ। মাত্র ৪ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম অভিনয় করেন ‘বিনি সুতার টানে’ শিরোনামের একটি নাটকে। শিহাব শাহীন পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৮ সালের ঈদুল আজহায়। মুক্তির দু’বছর পর সম্প্রতি নাটকটি ১ কোটিরও বেশি দর্শক দেখেছেন ইউটিউবে। যা দেশের সবচেয়ে দীর্ঘ সিঙ্গেল নাটক হিসেবে মাইলফলক স্পর্শ করলো। মাত্র ৬ বছর বয়সেই বাবার মতো সুপারস্টার বনে গেছে আয়াশ। দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও তার অভিনয়ের প্রশংসা করে যাচ্ছে।
পুত্রের এমন অর্জন প্রসঙ্গে অপূর্ব জানান, আয়াশের প্রথম কাজে এমন অর্জন অবশ্যই আনন্দের। ‘বিনি সুতার টানে’র পুরো দলকে অভিনন্দন। সবাই আয়াশের জন্য দোয়া করবেন।
‘বিনি সুতার টানে’ নাটকে পিতা-পুত্রের ভূমিকায় অভিনয় করেছেন তারা।নাটকের বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, পাভেল ইসলাম, মনজুরুল করিম, তামিমা তিথিসহ অনেকে।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো