সোহেল রানা বাবুঃবাগেরহাট জেলা প্রতিনিধিঃঃবাগেরহাটের মংলায় মদ ও বিয়ার সহ র্যাব ডালিম সিকদার (২২)নামে এক যুবক কে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ শে নভেম্বর( শনিবার) সন্ধ্যায় উপজেলার মোংলা বাসষ্টান্ড এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ এর সদস্যরা ডালিমকে আটক করে এসময় তার কাছ থেকে ৮ বোতল মদ ও ৭ বোতল বিয়ার উদ্ধার করে।আটক ডালিম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাফা বাজার এলাকার সৈয়দআলী শিকদারের ছেলে।
এ বিষয়ে র্যাবের সহকারী পরিচালক(মিডিয়া)মোঃ মাহবুব উল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বাসষ্টান্ড এলাকায় অভিযান চালিয়ে মদ ও বিয়ার ভর্তি মোট ১৭ টি বোতল সহ মোঃ ডালিম শিকদারকে আটক করা হয়েছে।আইনগত ব্যাবস্থা নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরপূর্বক ডালিমকে মোংলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি