Table of Contents (সূচিপত্র)
সাধারণ জ্ঞান : বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কিত জানা অজানা তথ্য
★ জাতীয় প্রতীক- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা; শাপলা ফুলের মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা; পাতার দুই পাশে দুটি করে তারকা বা তারা
★ জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল হাসান
★ জাতীয় পাখি- দোয়েল
★ জাতীয় ফুল- শাপলা
★ জাতীয় ফল- কাঁঠাল
★ জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার
★ জাতীয় মাছ- ইলিশ
★ জাতীয় বন- সুন্দরবন
★ জাতীয় গাছ- আমগাছ
★ জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম (১৯৮২ সালে ঘোষণা করা হয়)
সাধারণ জ্ঞান : বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কিত জানা অজানা তথ্য
★ জাতীয় গ্রন্থাগার- গুলিস্তানে
★ জাতীয় যাদুঘর- শাহবাগে
★ জাতীয় উদ্যান- সোহরাওয়ার্দী উদ্যান
★ জাতীয় বিমানবন্দর- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরাতন নাম- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর)
★ জাতীয় খেলা- কাবাডি (হা-ডুডু)
★ জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম
★ জাতীয় শিশু পার্ক- শাহবাগ শিশু পার্ক
★ জাতীয় উৎসব- বাংলা নববর্ষ/বাংলা বর্ষবরণ
★ জাতীয় দিবস- ২৬ মার্চ (১৯৮০ সালে ঘোষণা করা হয়)
★ রাষ্ট্রীয় মনোগ্রাম- লালবৃত্তের মাঝে হলুদ মানচিত্র; তার উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার; উভয় পাশে ২টি করে মোট ৪টি তারা
★ রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার- এ. এন. এ. সাহা
★★★ জাতীয় সঙ্গীত
★ জাতীয় সঙ্গীত- ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ
★ গীতিকার ও সুরকার- রবীন্দ্রনাথ ঠাকুর
★ রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ৪ চরণ
★ সর্বপ্রথম প্রকাশিত হয়- বঙ্গদর্শন পত্রিকায়
★ স্বরবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত
★ জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়- ৩ মার্চ, ১৯৭১, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে
সাধারণ জ্ঞান : বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কিত জানা অজানা তথ্য
★★★ রণ সঙ্গীত
★ রণ সঙ্গীত- ‘চল চল চল’ গানের প্রথম ২১ চরণ
★ গীতিকার ও সুরকার- কাজী নজরুল ইসলাম
★ রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ২১ চরণ
★ প্রথম প্রকাশিত হয়- শিখা পত্রিকায়
★ প্রথম প্রকাশিত হয়- ‘নতুনের গান’ নামে
★ সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত

★★★ জাতীয় পতাকা
★ ডিজাইন- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত
★ ডিজাইনার- কামরুল হাসান
★ মানচিত্রখচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার- শিব নারায়ণ দাশ
★ দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত- ১০:৬ বা ৫:৩
★ লাল বৃত্তের মাপ- পতাকার ৫ ভাগের ১ ভাগ (১/৫ অংশ)
★ পতাকা দিবস- ২ মার্চ
★ প্রথম উত্তোলন করেন- আ স ম আব্দুর রব (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়)
★ বিদেশে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন- ভারতের কলকাতায়, বাংলাদেশ মিশনে
★ বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল আছে- জাপানের পতাকার
★ প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন- মেজর জেমস রেনেল (বাংলার তথা ভারতবর্ষের প্রথম সার্ভেয়ার)
সাধারণ জ্ঞান : বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কিত জানা অজানা তথ্য
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Join Our Facebook Group
Hi, I am Jabed Hossain from 10 Minute Madrasah. I am an online graver, working as freelancer. This site is only for gathering knowledge process.