কলকাতা: একের পর এক আক্রান্ত হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনের আবাসিকরা৷
সূত্রের খবর, সম্প্রতি কর্মী আবাসনে ৭ জন করোনা আক্রান্ত হয়৷ ফের আরও ৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের জীবানু৷ এদের মধ্যে একজন হাসপাতালের কর্মী এবং তিনজন পরিবারের সদস্য৷ পরের পর ঘটনার জেরে কর্মী আবাসনে বাড়ছে উদ্বেগ৷
এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আপাতত আবাসনের কাউকে হাসপাতালের ওয়ার্ডের কোনও কাজ দেওয়া হবে না। অস্থায়ী কর্মী নিয়োগ করে সেই কাজ চালানো হবে। ইতিমধ্যেই কর্মী আবাসন এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
কিছুদিন আগে বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে তাদের পরিবারের ৭ সদস্য আক্রান্ত হন৷ সূত্রের খবর,বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনে করোনা পরীক্ষার পর ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদেরকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়৷ এর আগে বেলেঘাটা আইডি হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হন৷
তারা হাসপাতালের যে আবাসনে থাকতেন,সে দুটি আবাসনকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ফলে আবাসনে ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়৷ আবাসিকদের মেনে চলতে হচ্ছে বেশ কিছু নিয়ম৷ আক্রান্ত স্বাস্থ্য কর্মীরা যে আবাসনে আছেন,সেই আবাসনে যারা আছেন, তারা বাইরে বের হতে পারবেন না৷ আপাতত হাসপাতাদের কাজেও যোগ দিতে নিষেধ করা হয়েছে৷
এছাড়া বাইরে থেকে ওই আবাসনে কেউ ঢোকতে পারবে না৷ আবাসিকদের কিছু দরকার হলে তা, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো