নয়াদিল্লি: করোনার জেরে লকডাউন। আর তার ফলে ধুঁকছে দেশের অর্থনীতি। চাকরি হারাবার আশঙ্কায় দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে সুখবর বয়ে আনতে পারে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। কোনও গ্যারান্টি ছাড়াই ব্যবসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা দিতে প্রস্তুত রয়েছে মোদী সরকার।
প্রধাণমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় কোনও গ্যারান্টি ছাড়াই এই টাকা দেবে সরকার। ছট ব্যবসার জন্য কোনও ব্যক্তি সর্বাধিক ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন।
যে ব্যক্তি ঋণ নিতে চান, সে কী ধরনের ব্যবসা করবেন, ব্যবসার প্রকৃতি ইত্যদি জানাতে হবে কেন্দ্রকে। এছাড়া ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় নথি তৈরি রাখতে হবে।
পরিচয় সম্পর্কিত নথি যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি অংশীদারি সম্পর্কিত দলিল, কর নিবন্ধকরণ, ব্যবসায় লাইসেন্স ইত্যাদি একাধিক নথি ছাড়াও তৈরি রাখতে হবে যাঙ্কের সমস্ত নথি, ব্যবসায়িক পরিকল্পনাপত্র, প্রকল্পের প্রতিবেদন, ভবিষ্যতের আয় সম্পর্কিত আনুমানিক বিশ্লেষণ।
এরপর সব নথি তৈরি থাকলে নির্দিষ্ট ফর্ম ফলাপ করে আবেদন পত্র জমা দিতে হবে। সমস্ত ডকুমেন্টসের মধ্যে ঠিকানার প্রমাণপত্রঅ দিতে হবে। মূলত মানুষকে স্বনির্ভর করে তোলাই এই প্রধানমন্ত্রী মুদ্রা জোজনার লক্ষ্য।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো