পদ্মা সেতু সম্পর্কে সব অজানা তথ্য (সাধারণ জ্ঞান)
কবে সেতু চালু হতে পারে ?
সম্ভাব্য তারিখ –
২০২১ সালের জুন
২০২১ সালের ১৬ ডিসেম্বর
২০২২ সালের ২৬ মার্চ
২০২২ সালের জুন
০১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
.
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
.
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত
কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত
কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন
হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন
ব্যয়
কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ
টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট
পিলার
কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর
উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা
কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং
কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং
সংখ্যা
কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ
হবে
কবে?
উত্তর : ২০১৮ সালের ডিসেম্বরে।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল
ফাইবার
লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট
আর
স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা
কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ
কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
আরো আসছে নিয়মিত আপডেট পেতে পোস্টটি বুকমার্ক করে রাখুন ।
২০০৭
২০ আগস্ট:একনেকে ১০ হাজার ১৬১ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ে পদ্মা সেতু প্রকল্পের অনুমোদন।
২০১১
১১ জানুয়ারি:সম্ভাব্য ব্যয় দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার ৫০৭ কোটি টাকা করে একনেকে প্রকল্পের সংশোধন করা হয়।
২৪ ফেব্রুয়ারি:বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলারের ঋণ অনুমোদন।
২৮ এপ্রিল: বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি সই।
২১ সেপ্টেম্বর: দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্যপ্রমাণ
দেয় বিশ্বব্যাংক।
৯ অক্টোবর: প্রকল্প পরিচালক রফিকুল ইসলামকে অপসারণ।
১৩ অক্টোবর: সেতু বিভাগের সচিব
মোশাররফ হোসেন ভূঁইয়াকে বদলি।
২০১২ সাল
৫ জানুয়ারি:যোগাযোগ মন্ত্রণালয় থেকে আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
৪ এপ্রিল: দুর্নীতির অভিযোগ সম্পর্কিত সরকারকে বিশ্বব্যাংকের আরেকটি প্রতিবেদন।
১০ এপ্রিল: বিকল্প চিন্তা থেকে মালয়েশিয়ার সঙ্গে সরকারের এমওইউ।
৫ জুন: বিশ্বব্যাংকের ৪টি শর্ত প্রদান।
২৯ জুন:শর্ত না মানায় বিশ্বব্যাংকের ঋণ বাতিলের ঘোষণা।
২৩ জুলাই: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আবুল হোসেনের পদত্যাগ।
৩০ আগস্ট:এডিবি ও জাইকার ঋণ কার্যকারিতার মেয়াদ আরেক দফা বৃদ্ধি।
১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের ছুটি প্রদান।
২০ সেপ্টেম্বর: পদ্মা সেতু প্রকল্পে পুনরায় সম্পৃক্ত হয় বিশ্বব্যাংক।
১৭ ডিসেম্বর: দুদকের মামলা দায়ের।
২০১৩ সাল
৩১ জানুয়ারি: সরকার বিশ্বব্যাংককে চিঠি দিয়ে পদ্মা সেতুতে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয়।
৫ ফেব্রুয়ারি: জাতীয় সংসদে এক বিবৃতিতে অর্থমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা জানান।
২০১৪ সাল
৩ সেপ্টেম্বর: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি পাওয়া যায়নি বলে জানায় দুদক, সেই আলোকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে সংস্থাটি।
নভেম্বর : সেতুর কাজ শুরু।
২০১৫ সাল
১ মার্চ: সেতুর পাইলিং কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
১২ ডিসেম্বর: মূল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৬ সাল: ডিসেম্বর শেষে পদ্মা সেতু প্রকল্পের ৪০ শতাংশ কাজ শেষ হয়।
২০১৭ সাল
১০ ফেব্রুয়ারি: কানাডার আদালত বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগকে গুজব বলে উড়িয়ে দেয়। একই সঙ্গে মামলার তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
৩০ সেপ্টেম্বর : প্রথম স্প্যান বসে পদ্মা সেতুতে।
২০২০ সাল
১০ ডিসেম্বর : ৪১তম তথা শেষ স্প্যান বসল।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Join Our Facebook Group
Hi, I am Jabed Hossain from 10 Minute Madrasah. I am an online graver, working as freelancer. This site is only for gathering knowledge process.