কলকাতা: করোনা মোকাবিলায় রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। এবার লকডাউন চালাকালীন ক্লাবগুলিকে রাজ্যের উদ্যোগে টাকা বিলির অভিযোগ সুজনের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন। তৃণমূলের মদতে সরকারের টাকা নিয়ে তোলাবাজি চলছে বলেও অভিযোগ তুলেছেন সুজন চক্রবর্তী।
রাজ্যকে দুষে আবারও নজিরবিহীন আক্রমণ সুজন চক্রবর্তীর। লকডাউন পরিস্থিতিতে দিশেহারা একটা বড় অংশের মানুষ। কাজ নেই, রোজগার বন্ধে শোচনীয় অবস্থা।
এই পরিস্থিতিতে সরকারের টাকা রাজ্য পছন্দের ক্লাবকে বিলোচ্ছে বলে অভিযোগ তুলেছেন। পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল লক্ষ-লক্ষ টাকা নিয়ে দুর্নীতি করছে বলে অভিযোগ তুলেছেন সুজন চক্রবর্তী।
টুইটারে একটি ভিডিও প্রকাশ করে রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছেন সুজন। রাজ্যের শাসকদলকে দুষে সুজনের কটাক্ষ, ‘আবারও নিকৃষ্ট নজির। বেআব্রু শাসক দল। তৃণমূলী অসভ্যতা বহাল। লকডাউনের কঠিন সময়ে নাজেহাল মানুষ। খাদ্য নেই, পয়সা নেই। সংকটে রাজ্যবাসী। অথচ তোলাবাজী, দলবাজি, খয়রাতি চলছেই। পছন্দের ক্লাবে টাকা বিলোনো হচ্ছে। লাখ লাখ। লকডাউনের সময় এটাই নাকি পুলিশের গুরুদায়িত্ব। ছিঃ।’
এর আগেও লকডাউন চলাকালীন রাজ্যে রেশনে পণ্য-বণ্টনে অনিয়মের অভিযোগ তুলেছিলেন সুজন চক্রবর্তী। রাজনৈতিক দলের মদতে রেশন দোকান থেকে পণ্য নিয়ে গিয়ে পার্টির নামে বিলি চলছে বলে অভিযোগ তুলেছিলেন সুজন চক্রবর্তী। এমনকী এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অভিযোগ জানান বাম প্রতিনিধিরা।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো