জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ভর্তি পরিক্ষা – ২০২১
ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এখানে ইসলামী জ্ঞানার্জনের পাশাপাশি ছাত্রদের নেতৃত্বের গুণ, যোগ্যতা ও দক্ষতা অর্জনেরও ব্যবস্থা রয়েছে। এ মাদরাসা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত-এর আদর্শ বিস্তারে অনন্য ভূমিকা রেখে আসছে। তাই এ মাদরাসা দেশের অন্যতম শীর্ষস্থানীয় দীনী শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়। এখানে দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ-এর পরিচালনায় যোগ্য শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদানের পরিবেশে ছাত্ররা জ্ঞান অর্জন করে আসছে। নতুন শিক্ষার্থীরা এ পরিবেশকে কাজে লাগিয়ে নিজকে বিকশিত করতে পারবে। আমি মাদরাসার ঐতিহ্য সুরক্ষায় শিক্ষক-শিক্ষার্থীদের স্ব স্ব দায়িত্ব-কর্তব্যে সর্বদা সচেষ্ট থাকা কামনা করি।
এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরিক্ষা সংক্রান্ত তথ্যাদিঃ
এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ইবতেদায়ী ১ম শ্রেণি হতে দাখিল নবম শ্রেণি ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি ফরম গত ০১ ডিসেম্বর’২০ হতে বিতরণ শুরু হয়েছে এবং আগামী ০২ জানুয়ারি ২০২১ পর্যন্ত জামেয়ার অর্থ ও হিসাব বিভাগের কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।
★ ফরম মূল্য -২০০টাকা।
★ ভর্তি ফরম জমাদানের শেষ তারিখঃ ০২ জানুয়ারি ২০২১ ইংরেজি।
★ ভর্তি পরীক্ষাঃ
১ম হতে ৫ম শ্রেণি- ৫ জানুয়ারি’২১ মঙ্গলবার।
৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি- ৬ জানুয়ারী’২১ বুধবার
বি.দ্রঃ ১ম শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীর বয়স কমপক্ষে ৬বছর হতে হবে এবং জন্মনিবন্ধনের ফটোকপি সংযুক্ত করতে হবে। এছাড়াও সকল শ্রেণির ফরমের সাথে দুইকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে।

YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Join Our Facebook Group
Hi, I am Jabed Hossain from 10 Minute Madrasah. I am an online graver, working as freelancer. This site is only for gathering knowledge process.