চট্টগ্রামে আরো করোনা ৩ রোগী শনাক্ত
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২০ ৯:৪৯ : অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মঙ্গলবার বিআইটিআইডি ও সিভাসুতে ১০০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ৩ জনের দেহে করোনা ধরা পড়েছে।
এদের মধ্যে বায়েজিদ এলাকার ৫০ বছর বয়সী নারী ও পতেঙ্গা এলাকার ৩০ বছর বয়সী এক নারী রয়েছে। এছাড়া এ তালিকায় দামপাড়া পুলিশ লাইনের ৫০ বছর বয়সী পুলিশ সদস্যও রয়েছেন।
তিনি আরো বলেন, ১শ টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৫ জন চট্টগ্রাম জেলার এবং ১ জন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। চট্টগ্রাম জেলায় শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে ২ জন পুরোনো রোগী রয়েছে।
এ নিয়ে চট্টগ্রামে ৬৭ জন করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো