ক্লাস ৬ অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহ কৃষি শিক্ষা উত্তর পত্র
আপনার ৬ষ্ঠ সপ্তাহের কার্যভার প্রস্তুত হয়ে গেছে। আপনারা সবাই ইতিমধ্যে আপনার অ্যাসাইনমেন্টের বিষয়গুলি প্রথম সপ্তাহ থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত শেষ করেছেন। এখন 6th সপ্তাহের কার্যভারের জন্য প্রস্তুত হোন। অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাসাইনমেন্টের বিষয়গুলি সহজেই চেক এবং ডাউনলোড করতে সক্ষম হবেন।
আপনি ইতিমধ্যে আপনার প্রথম সপ্তাহের পঞ্চম সপ্তাহের ক্লাস অ্যাসাইনমেন্টের কাজ পেয়ে গেছেন। ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শীঘ্রই ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজ ৬ষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করেছি ।
১. বাংলা (এ্যাসাইনমেন্ট ২) – উত্তর দেখো
২. গনিত (এ্যাসাইনমেন্ট ৩) – উত্তর দেখো
৩. কৃষি শিক্ষা / হোম সাইন্স বা গাহস্থ্য অর্থনীতি(এ্যাসাইনমেন্ট ২)
ফসলের নাম | চাষ উপযোগী মাটি |
---|---|
আলু | বেলে মাটি |
গম | দোআঁশ মাটি |
পাট | এঁটেল মাটি |
তরমুজ | বেলে মাটি |
বাদাম | বেলে মাটি |
বাধাকপি | এঁটেল মাটি |
উদ্দীপকে শিক্ষকের শেষ মন্তব্যটি দোআঁশ মাটি কে নির্দেশ করে। দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পোলিকণা ও কর্দমকণা থাকে।
দোআঁশ ধান চাষের জন্য উপযোগী কী না যুক্তিঃ চাষাবাদের জন্য দোআঁশ মাটি উত্তম। দোআঁশ মাটিতে সবধরনের ফসল ভালো জন্মে। আমাদের দেশে অধিকাংশ এলাকার মাটি দোআঁশ মাটি। তবে ধান চাষের জন্য এঁটেল-দোআঁশমাটি উপযোগী। কারণ এ ধরনের মাটিতে শতকরা ৪০ ভাগ কর্দমকণা থাকে। অন্যদিকে এঁটেল-দোআঁশমাটিতে চাষ করা খুব কষ্টকর। তাই জৈব সার ব্যাবহার করে এ মাটিকে চাষ উপযোগী করা সম্ভব।ধান চাষে এঁটেল-দোআঁশ খুবই ভাল কারণ এঁটেল মাটির পানি ধারন ক্ষমতা বেশি।
২/তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
ফসলের নাম | অর্থনৈতিক গুরুত্ব |
---|---|
ফুলঃ গোলাপ, গাঁদা, জবা, বেলি, রজনীগন্ধা | ১. দেশ-বিদেশে ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ২. নিজ এলাকাতে ফুলের নার্সারি করে তা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। |
ফলঃ আমা, কলা, পেয়রা, ডালিম, কমলা। | ১. ফলের চাহিদা অনেক তাই ফল চাষের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করা সম্ভব। ২. আজকাল বাণিজ্যিকভাবে ফলের চাষ করা হয় এতে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে |
শাকসবজিঃ শিম, গোলাআলু, টমেটো, লাউ, পালংশাক | ১.শাকসবজি চাষের মাধ্যমে তা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। ২. তাছাড়া পরিবারের পুষ্টি র চাহিদা মেটানো যায়। |
মসলাঃ মরিচ, পেয়াজ, আদা, রসুন, ধনিয়া | ১. এলাকাভিত্তিকভাবে মসলা জাতীয় ফসল চাষ করে স্বল্প সময়ে অধিক মুনাফা লাভ করা যায়। ২. নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। |
ক্লাস ৬ অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহ গার্হস্থ্য অর্থনীতি উত্তর পত্র
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
This post was last modified on December 6, 2020 3:29 pm
Page: 1 2
অষ্টম (৮ম) শ্রেণি হোম সাইন্স তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান আমার সারাদিনের কর্মকাণ্ডের একটি… Read More
নবম (৯ম) শ্রেণি অর্থনীতি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান Class 9 Economics 3rd Week… Read More
নবম শ্রেণি (৯ম) শ্রেণি গনিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান নবম শ্রেণি (৯ম) শ্রেণি… Read More
নবম শ্রেণি উচ্চতর গনিত (৯ম) শ্রেণি অ্যাসাইনমেন্ট ২০২১ (৩য় সপ্তাহ) এর সমাধান নবম (৯ম) শ্রেণি… Read More
১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদান ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর… Read More
দশম সপ্তাহ (10th Week) নবম সপ্তাহ (9th Week) অষ্টম সপ্তাহ (8th Week) সপ্তম সপ্তাহ (7th… Read More