আর্মেনীয় দখল থেকে কারাবাখের দ্বিতীয় শহর শুশা দখলমুক্ত করেছে আজারবাইজান। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন। জাতির উদ্দেশে ভাষণে ইলহাম বলেন, ২৮ বছর পর শুশায় আজার ডাক শোনা যাবে।
আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর শুশা। আজেরি প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল।
রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে জয়ের দিকে এগিয়ে চলছি। যদি আর্মেনিয়ার নেতারা আমাদের দাবির সাড়া না দেয়, আমরা এর শেষ পর্যন্ত যাব। ১৯৯২ সালের ৮মে শুশা আর্মেনিয়ার বাহিনী দখল করে।
২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখে নতুন করে সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আর্মেনীয় হামলার এ পর্যন্ত শতাধিকের বেশি আজারবাইজানি বেসামরিক নাগরিক নিহত হয়।
আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অঞ্চল। সেখানে আর্মেনীয় নৃগোষ্ঠী দখলে রেখেছে। ১৯৯০ এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
ইয়েনি শাফাক
গোটা বিশ্বের মতো মার্কিন জনগণও ট্রাম্পের ভুল নীতি প্রত্যাখ্যান করেছেন: ড. রুহানি
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো