কারবালার শাহাদাতের পর পৃথিবীতে ঘটে যাওয়া আশ্চার্য ঘটনাবলী।
১. কারবালায় প্রিয় নবী দ.এর উপস্থিতি
২. আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষন।
৩. বায়তুল মাকদাসের পাথরের নিচে রক্ত পাওয়া।
৪.সাতদিন পর্যন্ত আকাশ অন্ধকার আচ্ছন্ন হয়েছিল।
৫.তারকারাজি একটির উপর অন্যটি খসে পড়েছিল।
৬.সেদিন সূর্যগ্রহন হয়েছিল।
৭.পশ্চিম আকাশে লালিমা উদিত হওয়া যা আগে কখনো দেখা যায়নি।
৮.আকাশ কাল বর্ণ ধারন করেছিল।
১নং দলীল:- কারবালায় প্রিয় নবী দ. এর উপস্থিতি
আল্লামা ইবনে হাজর আসকালানী র. বর্ণনা করেন,
حدثتني سلمى. قالت: دخلت على أم سلمة وهي تبكي. فقلت: ما يبكيك؟ قالت: رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام وعلى رأسه ولحيته التراب فقلت: ما لك يا رسول الله قال شهدت قتل الحسين
অর্থাত্- হযরত সালমা রা. বলেন- আমি একবার হযরত উম্মে সালমা রা.এর ঘরে প্রবেশ করে দেখতে পেলাম তিনি কাদতেছেন। আমি বললাম আপনি কাদছেন কেন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে স্বপ্ন দেখেছি যে, তাঁর মাথা ও দাড়িঁ মোবারকে মাটি। আমি বললাম, হে আল্লাহর রাসূল দ. আপনার কি হল! তিঁনি বললেন,আমি এই মাত্র হিুসাইন রা. এর শাহাদাতের স্থান থেকে আসলাম। (তাহযীবুত তাহযীব)
২ নং দলীল:-আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষন।
لما قتل الحسين مطرت السماء دما فاصبحنا وحِبَابُنَا وجَرَارُنَا وكُلُّ شئ لنا مَلَانٌ دَمًا (صواعق المحرقة)
অর্থ্যাৎ-হযরত বুসরাহ আযদিয়া রা. বলেন, যখন ইমাম হুসাইন রা. কে শহীদ করা হল তখন আকাশ হতে রক্তের বৃষ্টি বর্ষিত হল,সকালে আমরা দেখলাম আমাদের মটকা ও কলসিগুলো রক্তে পরিপূর্ন (সাওয়ায়িকুল মুহরিকা)
تهذيب التهذيب (2/ 356)
৩নং দলীল:- বায়তুল মাকদাসের পাথরের নিচে রক্ত পাওয়া।
تهذيب التهذيب(أبو الفضل أحمد بن علي بن محمد بن أحمد بن حجر العسقلاني (المتوفى: 852هـ) (2/ 354)
يوم قتل الحسين بن علي فقال الزهري بلغني أنه لم يقلب حجر إلا وجد تحته دم عبيط
৪ সাতদিন পর্যন্ত আকাশ অন্ধকার আচ্ছন্ন হয়েছিল।
৫.তারকারাজি একটির উপর অন্যটি খসে পড়েছিল।
৬.সেদিন সূর্যগ্রহন হয়েছিল।
৭.নং দলীল:-পশ্চিম আকাশে লালিমা উদিত হওয়া যা আগে কখনো দেখা যায়নি।
تاريخ الخلفاء (ص: 157)
ولما قتل الحسين مكثت الدنيا سبعة أيام والشمس على الحيطان كالملاحف المعصفرة، والكواكب يضرب بعضها بعضًا، وكان قتله يوم عاشوراء، وكسفت الشمس ذلك اليوم، واحمرت آفاق السماء ستة أشهر بعد قتله، ثم لازالت الحمرة ترى فيها بعد ذلك اليوم ولم تكن ترى فيها قبلها.
ইমাম জালাল উদ্দীন সূয়্যুতী র. বর্ণনা করেন,যখন ইমাম হুসাইন রা. কে শহীদ করা হয়েছিল, তখন সাতদিন পৃথিবী অন্ধকার ছিল। দেয়ালে সূর্যের রং জাফরানি দেখাত।তারকাগুলো একের উপর এক কসে পড়েছিল। তাঁর মাহাদাতের তারিখ আশুরার দিন ছিল।সেদির সূর্যগ্রহন হয়েছিল। ছয়মাস পর্যন্ত আকাশ প্রান্তে লালিমা বিদ্যমান ছিল।পরে সে লালিমা মিলিয়ে গেলেও দিনান্তের লালিমা এখনও আছে। যা তাঁর শাহাদাতের পূর্বে কখনো দেখা যেত না। (তারিখুল খুলাফা)
৮.নং দলীল:-আকাশ কাল বর্ণ ধারন করেছিল।
وقال خلف بن خليفة عن أبيه لما قتل الحسين اسودت السماء وظهرت الكواكب نهارا) تهذيب التهذيب-(2/ 354(
আল্লামা ইবনে হাজর আসকালানী র. উল্লেখ করেন, হযরত খালফ ইবনে খালিফা রা. তিনি তার পিতা হতে বর্ণনা করেন-যখন ইমাম হুসাইন রা.কে শহীদ করা হয়েছিল,তখন আকাশ কাল বর্ণ ধারন করেছিল এবং দিনের বেলায় তারকা দেখা গিয়েছিল। (তাহযীবুত তাহযীব।
বিশেষ দ্রষ্টব্য:-বিস্তারিত আলোচনা শামে কারবালা নামক গ্রন্থে উল্লেখিত আছে।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো