অষ্টম শ্রেণি| গনিত | ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান
6th week | Assignment Answer For Class 8 Math
আপনার ৬ষ্ঠ সপ্তাহের কার্যভার প্রস্তুত হয়ে গেছে। আপনারা সবাই ইতিমধ্যে আপনার অ্যাসাইনমেন্টের বিষয়গুলি প্রথম সপ্তাহ থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত শেষ করেছেন। এখন 6th সপ্তাহের কার্যভারের জন্য প্রস্তুত হোন। অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাসাইনমেন্টের বিষয়গুলি সহজেই চেক এবং ডাউনলোড করতে সক্ষম হবেন।
ক্লাস ৮ অ্যাসাইনমেন্ট ৬ষ্ঠ সপ্তাহ এর উত্তর পত্র গুলো পেতে আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন ।
আপনি ইতিমধ্যে আপনার প্রথম সপ্তাহের পঞ্চম সপ্তাহের ক্লাস অ্যাসাইনমেন্টের কাজ পেয়ে গেছেন। ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শীঘ্রই ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজ ৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রস্তুত করেছি ।

সৃজনশীল প্রশ্ন

অষ্টম শ্রেণি গণিত ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান

৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট সমাধান ৬ষ্ঠ সপ্তাহ কৃষি শিক্ষা উত্তর পত্র
গ. ‘ক’ হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে, ‘খ’ এর উত্তরের সত্যতা যাচাই কর;
সমাধান :

x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি :
x | 0 | 5 | 10 | 55 |
y | 3 | 5 | 7 | 25 |
বা, 2y+10= x+5
বা, 2y= x+5-10
বা, 2y= x-5
x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি:
x | 3 | 5 | 9 | 55 |
y | -1 | 0 | 2 | 25 |
মনে করি, XOX’ এবং YOY’ যথাক্রমে X ও Y অক্ষ এবং 0 মূলবিন্দু। X ও Y অক্ষের প্রতিটি ঘরকে এক একক ধরে ছক-1 প্রদত্ত (0,3), (5,5), (10,7) ও (55,25) বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি।
এটি (i) নং সরল রেখা।
আবার ছক – ২ প্রদত্ত (3, -1), (5,0), (9,2) ও (55,25) বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি।
এটি (ii) নং সরল রেখা।
সুতরাং রেখাদ্বয় পরস্পর (55, 25) বিন্দুতে ছেদ করে।
নির্ণেয় সমাধান (55, 25) [সত্যতাই যাচাই করা হলো]
সংক্ষিপ্ত প্রশ্ন(ক)
১/উত্তর: পিথাগোরাসের উপপাদ্য টি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান।
২/উত্তর: একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজ এর অনুপাত 5:13 হলে অপর বাহুর হবে 12.
৩/উত্তর: ত্রিভুজটির সমকোণী ত্রিভুজের অনুপাত 3:4:5 হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব ।
৪/উত্তর: ∠ACB
সংক্ষিপ্ত প্রশ্ন(খ)
১/উত্তর:
চতুভুর্জের কোণগুলো সমকোণ বা 90˚ হলে তাকে আয়ত বলে।
আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে।
২/উত্তর: ½ ×(উচ্চতা × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি)
৩/উত্তর:যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে আর যে কোন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান তাকে ঘনক বলে।
৪/উত্তর: এখানে,
π = 3.1416 , r = 3.75, h = 11.50
সমগ্রতলের ক্ষেত্রফল = 2πr(r+h)
=2×3.1416×3.75×(3.75+11.50)
= 359.3205 বর্গ সেন্টিমিটার
৫/উত্তর: ৫ টি।
read more
- ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক সংস্থাটির নাম কি?
- এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
- তাঁদের মধ্যকার বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?
- বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে ‘নৌকা’ পছন্দ করেন?
৬/উত্তর: ২ টি বিন্দুতে ছেদ করে।
৭/উত্তর: এখানে,
π = 3.1416 , r = 34,
দূরত্ব = 2πr
= 2×3.1416×34
= 213.6288 সেন্টিমিটার


গ. ‘খ’ তে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে, আয়তটি আঁকা (অঙ্কনের বিবরণসহ)
সমাধান,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, e= √2a
= √2. 3
= 3√2 cm
আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, a=2 সে.মি.

বিশেষ নির্বচন :- মনে করি , একটি আয়তের কর্ণ, c = 3 cm এবং বাহু a=2 সে.মি দেওয়া আছে । আয়তটি আঁকতে হবে
অংকন: যে কোন রশ্মি AE হতে AB=a আঁকি। A বিন্দুতে AFAE আঁকি । AF বাহু থেকে AD=c কাটি । এবার B ও D বিন্দুকে কেন্দ্র করে c ও a এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি।
বৃত্তচাপ দুইটি পরস্পর C বিন্দুতে ছেদ করে । C,D এবং B,C যোগ করি ।
সুতরাং ABCD একটি উদ্দিষ্ট আয়ত;
এই ছিল তোমাদের জন্য ৮ম শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর গণিত বিষয়ের সমাধান।
অষ্টম শ্রেণির ৬ষ্ঠ এস্যাইনমেন্ট এর সকল বিষয়ের উত্তর:
বাংলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যুক্তি
গণিত: ৮ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
কৃষি শিক্ষা: পুকুরে ইউরিয়া সার প্রয়ােগের পরিমাণ নির্ণয় কর ও পলিব্যাগে চারা তৈরী
গার্হস্থ্য বিজ্ঞান:
শ্রেণি ভিত্তিক সকল শ্রেণির এসাইনমেন্ট উত্তর সহায়িকা:
৬ষ্ঠ শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
৭ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
৮ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
৯ম শ্রেণির সকল এ্যাসাইনমেন্ট এর উত্তর
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Join Our Facebook Group
Hi, I am Jabed Hossain from 10 Minute Madrasah. I am an online graver, working as freelancer. This site is only for gathering knowledge process.