আপনি কি অনুচ্ছেদ কি এবং অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম সম্পর্কে জানতে চান, যদি জানতে চান, তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।
অনুচ্ছেদ লিখন কী ?
অনুচ্ছেদ লিখনের প্রয়ােজনীয়তা?
অনুচ্ছেদ লিখার নিয়ম ?
অনুচ্ছেদ লিখন কী ?
অনুচ্ছেদ কথাটির মধ্যেই এর গূঢ় অর্থ লুকিয়ে আছে। অর্থাৎ এটি হলাে কোনাে বৃহৎ রচনার একটি ক্ষুদ্র অংশমাত্র। আবার এটি কোনাে একটি বিষয়ে ক্ষুদ্র রচনা বা ভাবের বহিঃপ্রকাশ নামেও পরিচিত। ‘Paragraph’ মূলত একটি ইংরেজি শব্দ, যার বাংলা পরিভাষা হলাে- অনুচ্ছেদ। সাধারণভাবে কোনাে একটি বিষয়কে শিরােনাম করে সে বিষয়ে পরিপূর্ণ অথচ সংক্ষিপ্ত রচনা লিখনকে অনুচ্ছেদ লিখন বলে।
অনুচ্ছেদের প্রতিটি বাক্যের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে হয়। একটি অনুচ্ছেদে একটিমাত্র বিষয় নিয়েই আলােচনা করা হয়। যদি কেউ মনে করে যে, একটি অনুচ্ছেদে একাধিক বিষয়ে আলােচনা করবে, তবে তা অনুচ্ছেদের অধীন থাকবে না। কেননা, তখন এটি অনুচ্ছেদের স্বকীয়তা হারাবে।
অনুচ্ছেদ লিখনের প্রয়ােজনীয়তা
ভাষা ব্যবহারকারীরা ওই ভাষায় দক্ষতা অর্জন করতে হলে যেকোনাে বিষয়ে লিখে, বলে বা পড়ে এবং শুনে দক্ষতা অর্জন করতে পারে। অনুচ্ছেদ লিখেও আমরা ভাষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারি। অনুচ্ছেদ প্রবন্ধ বা রচনারই একটি সংক্ষিপ্ত রূপ।
বাস্তবে এটি একটি উৎকৃষ্ট শিল্পকর্ম। সমসাময়িক জীবন, চলমান পরিবেশ, পরিস্থিতি, আর্থসামাজিক অবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতি, শিক্ষা ও সমস্যা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠানে আমরা বক্তব্য রাখি কিংবা শুনি। এসব বিষয়ে সুন্দর ও সাবলীল বক্তব্য প্রদানের জন্য অনুচ্ছেদ রচনার চর্চা থাকা খুবই দরকার।
অনুচ্ছেদ লেখার নিয়ম
১। একটি অনুচ্ছেদে শুধুমাত্র একটি বিষয় থাকবে।
২। অনুচ্ছেদে যে বাক্যগুলি থাকবে তাদের একটির সঙ্গে আরেকটির মিল থাকা চাই। অর্থাৎ, বক্তব্য বিষয়ের যোগ থাকা দরকার। এলোমেলোভাবে কয়েকটি বাক্য লিখে দিলেই অনুচ্ছেদ হয় না।
৩। একই কথার পুনরুক্তি যেন না হয়। অর্থাৎ একই কথা বার বার লেখা উচিত নয়।
৪। ছোট ছোট সহজ বাক্যতে অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে।
৫। বাক্য গঠনে এবং বানানে যেন কোনো ভুল না থাকে।
৬। অনুচ্ছেদ যেন সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষায় হয়।
৭। প্রত্যেক অনুচ্ছেদের ওপরে একটি শিরোনাম দিতে হবে।
৮। এক একটি অনুচ্ছেদে দশ থেকে পনেরোটি বাক্য থাকবে।
৯। নতুন অনুচ্ছেদঃ নির্দেশ করার জন্য একটি অনুচ্ছেদের শেষে সামান্য ফাঁক রেখে বামদিকের ধারে অল্প জায়গা রেখে পরের অনুচ্ছেদ লিখতে হয়। এই ভাবে অভ্যাস করতে করতে ধীরে ধীরে সুন্দর রচনা লিখতে পারবে।
আশা করি আপনি অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম এবং অনুচ্ছেদ কি সম্পর্কে জানতে পেরেছেন।
আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্টটি পড়ার জন্য।
পোস্টটি উপকারে আসলে শেয়ার করার অনুরোধ রইলো।
YouTube এ সকল অ্যাসাইনমেন্টের সমধান পেতে আমাদের অফিসিয়াল YouTube চ্যানেলটিতে এখনি সাবস্ক্রাইব করো।
আমাদের চ্যানেলঃ 10 Minute Madrasah
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
Join Our Facebook Group
Hi, I am Jabed Hossain from 10 Minute Madrasah. I am an online graver, working as freelancer. This site is only for gathering knowledge process.