দুর্নীতি রচনা / দুর্নীতি : কারণ ও প্রতিকার
ভূমিকা :
দুর্নীতি যেকোনো দেশের জন্য, জাতির জন্য এক কলঙ্ক-তিলক। দুর্নীতি সব ইতিবাচক বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে; উন্নতিকে করে বাধাগ্রস্ত। আমাদের দেশেও দুর্নীতি তার কালো থাবা বিস্তার করেছে। দুর্নীতি বর্তমানে আমাদের অক্টোপাসের মতো ঘিরে রেখেছে। যার ফলে আমরা এখনো অনেক পিছিয়ে আছি।
দুর্নীতি কী:
ভালো-মন্দবোধসম্পন্ন নৈতিক শৃঙ্খলার পরিপন্থী এবং প্রতিষ্ঠিত নীতি ও আইনবিরুদ্ধ কাজই দুর্নীতি। সমাজবিজ্ঞান ডিকশনারিতে দুর্নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, যে রাজনৈতিক ও সরকারি প্রশাসনে ঘুষ, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার, ব্যক্তিবিশেষকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এসবের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা হয়, তা-ই দুর্নীতি। দুর্নীতিমূলক কাজগুলো হলো-
১। ঘুষ গ্রহণ; ২। অর্থ বা সম্পদ আত্মসাৎ; ৩। ক্ষমতা ও অবস্থানের অসৎ এবং অসাধু অপব্যবহার; ৪। ভীতি প্রদর্শন করে অর্থ-সম্পদ আদায় বা সুযোগ-সুবিধা গ্রহণ করা; ৫। প্রতারণা; ৬। স্বজনপ্রীতি; ৭। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার; ৮। সরকারি সম্পদ ক্রয়-বিক্রয়ে অস্বচ্ছতা; ৯। দায়িত্ব পালনে অবহেলা; ১০। অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার; ১১। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য অন্যের ওপর মানসিক নির্যাতন চালানো ইত্যাদি।
দুর্নীতি রচনা / দুর্নীতি : কারণ ও প্রতিকার
বাংলাদেশে দুর্নীতির অবস্থান:
দুর্নীতি আমাদের দেশের একটি জাতীয় সমস্যা। রাষ্ট্রীয় স্তর থেকে শুরু করে পারিবারিক স্তর, এমনকি ব্যক্তি জীবনে ঢুকে পড়েছে দুর্নীতি। দুর্নীতিবাজদের কালো থাবায় সমাজজীবন আজ অতিষ্ঠ। প্রতি বছর দুর্নীতির কারণে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎসহ সব খাত থেকে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। এর ফলে জাতীয় উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমাদের বিদেশের দ্বারস্থ হতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এর ফলে সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমেই হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমান সমাজে দুর্নীতির অবস্থান এতটাই শক্তিশালী যে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতিসংক্রান্ত হাজার হাজার মামলা ঝুলে আছে। সমাজের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়-সব জায়গায়ই দুর্নীতির কালো ছায়া পড়েছে। রাজনীতিবিদ, আমলা, শিক্ষক, ব্যবসায়ী, সমাজের যারা অগ্রবর্তী অংশ হিসেবে বিবেচিত, তাদের সবাই না হলেও অধিকাংশই আজ নৈতিকতাহীন আদর্শচ্যুত এক কলুষিত জীবনযাপন করছে।
দুর্নীতির প্রভাব:
দুর্নীতি বিভিন্নভাবে দেশ ও জনগণের উন্নয়নের অন্তরায় হিসেবে কাজ করে। যেমন-
১. প্রশাসনিক দক্ষতা কমিয়ে দেয়।
২. জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।
৩. সামাজিক নৈরাজ্য, সন্ত্রাস, বিভিন্ন ধরনের অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি করে।
৪. সরকারের প্রতি জনগণের শ্রদ্ধা ও আনুগত্য কমিয়ে দেয়।
৫. জনগণের বিড়ম্বনা বাড়িয়ে দেয়।
এককথায় বলা যায়, দুর্নীতি সামাজিক বৈষম্য, বিচ্ছিন্নতা, স্বার্থপরতা, অবিশ্বাস, শঠতা, ষড়যন্ত্র ইত্যাদি বৃদ্ধির মাধ্যমে জাতীয় পর্যায়ে অনৈক্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে। এসবের ফলাফল হলো একটাই, আর তা হলো দুর্নীতি দেশ ও জাতিকে উন্নয়নের সব দিক থেকে পিছিয়ে দেয়। তাই আমাদের দুর্নীতির জন্য দায়ী কারণগুলো খুঁজে বের করে তা দূর করার উপায় উদ্ভাবন করতে হবে।
দুর্নীতি রচনা / দুর্নীতি : কারণ ও প্রতিকার
দুর্নীতির কারণ:
পৃথিবীর সব দেশেই কমবেশি দুর্নীতি থাকলেও বাংলাদেশে এর প্রসার ব্যাপক ও ভয়াবহ। এর পেছনে নানা কারণ রয়েছে। যেমন-
১. বাংলাদেশে ঐতিহাসিকভাবেই দুর্নীতি চলে আসছে। ঔপনিবেশিক শাসনামলে বিদেশি শাসক-শোষকদের স্বার্থরক্ষার জন্য এ দেশে একশ্রেণির দুর্নীতিবাজ আমলা ও মধ্যস্বত্বভোগী সৃষ্টি করা হয়েছিল, যারা দুর্নীতি, প্রতারণা ও বঞ্চনার মাধ্যমে জনগণকে শোষণ করত।
২. আর্থিক অসচ্ছলতা ও নিম্ন জীবনযাত্রার মান দুর্নীতি বিস্তারের অন্যতম প্রধান কারণ। দারিদ্র্যের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষ সমাজে স্বাভাবিক উপায়ে মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অস্বাভাবিক বা অনৈতিক উপায় অবলম্বন করেছে। যার প্রভাবে সমাজে দুর্নীতির প্রসার ঘটছে।
৩. বেকারত্ব দূরীকরণের জন্য অনেকে অবৈধ উপায়ে এবং ঘুষ দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করে। আবার চাকরি পাওয়ার পর তারাও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ঘুষ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়ে। ফলে দুর্নীতি ক্রমে বাড়তেই থাকে।
৪. রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধচর্চার অভাব, অগণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক ক্ষমতার বদল এবং রাষ্ট্রীয় ক্ষমতালাভের তীব্র আকাঙ্ক্ষা দুর্নীতি বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।
৫. দুর্নীতিবাজদের সঙ্গে শাসকগোষ্ঠীর গোপন আঁতাত থাকায় শক্ত হাতে দুর্নীতি দমন করার ব্যাপারে সরকারের সদিচ্ছার অভাব লক্ষ করা যায়।
দুর্নীতি প্রতিরোধে যুবকদের ভূমিকা:
যুবসমাজই দেশকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা নিতে পারে। একটি সুন্দর, সুশৃঙ্খল যুবসমাজের ভাবমূর্তির ওপর পুরো জাতির নীতি-নৈতিকতার ভবিষ্যৎ নির্ভর করে। দেশের সব প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব প্রাজ্ঞ প্রবীণদের ওপর থাকে। তাদের অভিজ্ঞতা, সততা, দক্ষতা এবং ন্যায়নিষ্ঠার ওপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু প্রতিষ্ঠানের কার্যাবলি বাস্তবায়নের দায়িত্ব যথাযথভাবে পালন করে তরুণ ও যুবক বয়সীরা। তরুণদের মেধা, শ্রম ও দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য এনে দেয়। অল্প কিছুসংখ্যক বিপথগামী বাদে সমাজের অধিকাংশ তরুণ-যুবক বিশুদ্ধ ও আদর্শবান। তাদের একত্র করা সম্ভব হলে তাদের দিয়েই দেশে বিরাজমান দুর্নীতি প্রতিরোধ করা যাবে। সুনাগরিকরা এমন একটি সামাজিক পরিবেশ চায়, যেখানে তারা সবাই মিলে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে সুখে-শান্তিতে বসবাস করতে পারে। তাই যেখানে দুর্নীতি হবে, সেখানেই যুবকদের শান্তিপূর্ণভাবে জোরালো প্রতিবাদ জানাতে হবে।
দুর্নীতি রচনা / দুর্নীতি : কারণ ও প্রতিকার
দুর্নীতি প্রতিরোধে করণীয়:
বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃত দুর্নীতির প্রতিরোধ ও মোকাবিলা করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিচে তুলে ধরা হলো।
১. বাংলাদেশের সর্বস্তরের দুর্নীতির সঙ্গে যুক্ত সব প্রাসঙ্গিক ইস্যু মূল্যায়ন এবং দুর্নীতির মূলোৎপাটনের জন্য দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ নাগরিকদের সমন্বয়ে অনতিবিলম্বে একটি টাস্কফোর্স গঠন করতে হবে।
২. বাংলাদেশে দুর্নীতি দমনের জন্য ন্যায়পালের পদ বাস্তবায়ন করা প্রয়োজন। সরকারি ও রাষ্ট্রীয় ক্ষমতাধর কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ নাগরিকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য ন্যায়পালের অফিস প্রতিষ্ঠা করা দরকার।
৩. দুর্নীতি প্রতিরোধের অপরিহার্য পূর্বশর্ত হলো বিচার বিভাগের স্বাধীনতা। এ জন্য শাসন বিভাগ, আইন বিভাগ ও রাজনৈতিক দলের প্রভাব ও হস্তক্ষেপ থেকে মুক্ত আইনের অধীন পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে।
৪. আইনের ফাঁক বা অস্পষ্টতার সুযোগে কেউ যাতে দুর্নীতি করতে বা দুর্নীতি করে শাস্তি এড়িয়ে যেতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট আইনের সংশোধন এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. দুর্নীতি দমনের আদর্শ এবং সর্বোৎকৃষ্ট উপায় হলো মানুষের মধ্যে সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা।
উপসংহার:
বাংলাদেশের জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি। দুর্নীতিই এ দেশের সব অর্জন এবং জাতীয় উন্নয়নের সব প্রচেষ্টা নস্যাৎ করে দিচ্ছে। তাই জাতীয় উন্নয়নের মাধ্যমে বিশ্বের বুকে একটি সমৃদ্ধিশালী ও মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য আমাদের দুর্নীতি নামের এই সর্বনাশা ব্যাধির মূলোৎপাটনে সর্বশক্তি নিয়োগ করতে হবে।
আরও পড়ুন...............
- বিজয় দিবস , ১৬ই ডিসেম্বর রচনা (বাংলা ২য় পত্র )
- মেট্রোরেল রচনা ( বাংলা ২য় পত্র) সকল শ্রেণির জন্য
- ভাবসম্প্রসারণ : সুশিক্ষিত লােক মাত্রই স্বশিক্ষিত
- বাংলা রচনা : ডিজিটাল বাংলাদেশ সকল শ্রেণির জন্য
- বাংলা রচনা : বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার১৫০ টি গুরুত্বপূর্ণ বাগধারা SSC, HSC ও চাকরির পরীক্ষার্থীদের জন্য
- ১০০ টি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ SSC, HSC ও চাকরির পরীক্ষার্থীদের জন্য
- ভাবসম্প্রসারণ : স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা
নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পড়তে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন।
- 10 Minute Madrasah ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- 10 Minute Madrasah ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- 10 Minute Madrasah ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে 10 Minute Madrasah সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- 10 Minute Madrasah সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.10minutesmadrasah.com সাইট।