গোনাহ মাফের দুআ - Dua for forgiveness of sins

 গোনাহ মাফের দুআ

গোনাহ মাফের দুআ - Dua for forgiveness of sins



প্রিয় ইসলামী ভাই ও বোনেরা আজকের পোস্ট থেকে আপনারা জানবেন । গুনাহ মাফের জন্য আমাদের করণীয় কী ? তো আপনারা যারা আমাদের ফেইসবুক এবং মেইলে জানতে চেয়েছেন তাদের জন্য এবং আমাদের সম্মানিত ভিউয়ারদের জন্য আজকের এই্ পোস্ট ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি এই দুআটি পড়বে, আল্লাহ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।” 

أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِيْ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ القَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ 

আমি আল্লাহ্‌র নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, তিনি চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। আর আমি তাঁরই নিকট তওবা করছি।’

[আবূ দাউদ, হাদীস নং ১৫১৭; তিরমিযী, হাদীস নং ৩৫৭৭]

উল্লেখ্য, ইসতিগফারের উপরোক্ত বাক্যটি পড়ার সাথে সাথে মন থেকে তওবা করাও জরুরি। এ বাক্যটি দিয়ে যদি কেউ আন্তরিকভাবে ইসতিগফার করে, অর্থাৎ নিজের গোনাহ মাফ চায়, তবেই সে উপরোক্ত পুরস্কার লাভ করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad