Tense কাকে বলে ? Tense Definition and Examples

Tense কাকে বলে ? Tense Definition & Examples


 Tense কাকে বলে ? Tense Definition & Examples

Tense (কাল)

কোন কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়/সময়কালকে Tense বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে ক্রিয়া সম্পাদনের সময়কে Tense বলে ।

ইংরেজি বাক্য গঠনের জন্য Tense খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে, Tense এর বিভিন্ন রূপ বিভিন্ন সময়কাল নির্দেশ করতে ব্যবহৃত হয়। Tense এর মোট ১২টি রূপ আছে। সমস্ত ইংরেজি বাক্য এই ১২টি ফর্মের একটি ব্যবহার করে গঠিত হয়।

Tense, in English grammar, refers to the time of an action or event. Through this I can know about the time of execution of a work. It identifies whether the action was performed in the present, past or future.

There are three types of Tenses

  1. Present Tense (বর্তমান কাল)

  2. Past Tense (অতীত কাল)

  3. Future Tense (ভবিষ্যৎ কাল)

Example:

  • I eat Rice/He eats rice. (Present Tense)

  • I ate rice/He ate rice. (Past Tense)

  • I shall eat rice/He will eat rice. (Future Tense)

Tense বা কাল সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয় তা হল Numbers ।

সাধারণত Numbers দুই প্রকার -
  • Singular বা একবচন
  • Plural বা বহু বচন

Person

Singular

Plural

1st Person

I

We

2nd Person

You

You

3rd Person

He,She,It

Them

when 3rd person singular number is used then we have to use s or es with the end of verbs.










একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad