The Season I Like Most Composition বাংলা অর্থসহ

 The Season I Like Most Composition (PDF) বাংলা অর্থসহ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ১০ মিনিট মাদ্রাসার আজকের আলোচনায় তোমাদের জন্য থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি Composition - the season i like most composition with bangla meaning । আজকের ক্লাসে তোমরা এই বিষয়ে জানবে । তোমাদের অনেকে প্রশ্ন ছিল আমরা নিয়মিত পোস্ট দিচ্ছি না কেন? তো আমাদের কিছু সমস্যার কারণে একটু পোস্ট দিতে বিলম্ব হয়েছিল তো এখন থেকে তোমরা প্রতিদিন পোস্ট পাচ্ছ ইনশাআল্লাহ । 

এই রচনাটির নামের বাংলা অর্থ হচ্ছে, “আমার সবচেয়ে প্রিয় ঋতু”। এখানে সম্পূর্ণ রচনাটি বাংলায় অর্থসহ তোমাদের বোঝানো হয়েছে। পুরো রচনাটি তোমরা বাংলা অর্থসহ পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে।

তোমরা যারা রচনা লিখায় পারদর্শী তারা আমাদেরকে তোমাদের লিখিত রচনা দিতে পারো আমরা চেক করে আমাদের সাইটে পোস্ট করব ।

The Season I Like Most Composition বাংলা অর্থসহ



The season I like most composition

The Season I like Most/The Spring in Bangladesh

Bangladesh is called the country of six seasons. Every season presents us with the beauty and blessings of nature. I love all seasons but spring is my favorite season.

Among all the seasons, spring is the most charming and delightful. It is called the queen of all seasons. Moreover, spring does not look terrible. Many writers-poets have enriched their writings under the influence of spring.

There are few people who do not love spring. The hot rays of the summer sun are unbearable. Everyone feels uncomfortable in the hot summer weather. Our body sweats a lot. No one can work hard. Due to the drying up of reservoirs, ponds and rivers, people suffer greatly.

The monsoon sky is always cloudy. It rains all the time. The roads became muddy. Lightning and lightning scare people. There are occasional floods. Poor people cannot go to work and suffer from various problems.

The Season I Like Most Composition বাংলা অর্থসহ



Autumn is a pleasant season but cannot be compared to spring. Autumn cannot offer all the benefits of spring. Late autumn is a sweet season but not sweeter than spring. After autumn comes winter. People are suffering from thick fog and extreme cold. Nature looks gloomy and depressing. Leafless trees, flowerless gardens and sunless skies give people joy.

Finally, spring comes with all its beauty and blessings. Spring is temperate. It is neither cold nor hot. New leaves grow on trees. Nature becomes green and fresh. A gentle breeze is blowing. Birds sing happily. There are many flowers in the garden. The smell of flowers soothes us. The sky is clear. The sun shines everywhere there is life. The night sky is filled with countless stars.

On a spring morning, the walk is very soothing. People feel comfortable in their workplace. They have peace and happiness in their hearts. Seeing the beauty of nature in spring makes my mind dance with joy. I can't but love spring.

The Season I Like Most Composition বাংলা অর্থসহ



আমার সবচেয়ে প্রিয় ঋতু


বাংলাদেশকে বলা হয় ছয় ঋতুর দেশ। প্রতিটি ঋতু প্রকৃতির সৌন্দর্য ও আশীর্বাদ নিয়ে আমাদের হাজির করে। আমি সব ঋতু ভালোবাসি কিন্তু বসন্ত আমার প্রিয় ঋতু।

সমস্ত ঋতুর মধ্যে, বসন্ত সবচেয়ে কমনীয় এবং আনন্দদায়ক। একে সব ঋতুর রানী বলা হয়। তাছাড়া, বসন্ত ভয়ানক দেখায় না। বসন্তের প্রভাবে অনেক লেখক-কবি তাদের লেখাকে সমৃদ্ধ করেছেন।

বসন্ত ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। গ্রীষ্মের সূর্যের তপ্ত রশ্মি অসহ্য। গ্রীষ্মের গরম আবহাওয়ায় সবাই অস্বস্তি বোধ করে। আমাদের শরীরে প্রচুর ঘাম হয়। কেউ পরিশ্রম করতে পারে না। জলাশয়, পুকুর ও নদী শুকিয়ে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বর্ষার আকাশ সবসময় মেঘলা থাকে। সারাক্ষণ বৃষ্টি হয়। রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ে। বজ্রপাত ও বজ্রপাতে মানুষকে ভয় দেখায়। মাঝে মাঝে বন্যা হয়। দরিদ্র মানুষ কাজের জন্য যেতে পারে না এবং বিভিন্ন সমস্যায় ভুগছে।

The Season I Like Most Composition বাংলা অর্থসহ



শরৎ একটি মনোরম ঋতু কিন্তু বসন্তের সাথে তুলনা করা যায় না। শরৎ বসন্তের সমস্ত সুবিধা দিতে পারে না। শরৎ একটি মিষ্টি ঋতু কিন্তু বসন্তের চেয়ে মিষ্টি নয়। শরতের পর শীত আসে। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় ভুগছে মানুষ। প্রকৃতি বিষণ্ণ এবং বিষণ্ণ দেখাচ্ছে। পাতাহীন গাছ, ফুলহীন বাগান আর সূর্যহীন আকাশ মানুষকে আনন্দ দেয়। অবশেষে বসন্ত আসে তার সমস্ত সৌন্দর্য ও আশীর্বাদ নিয়ে। বসন্ত নাতিশীতোষ্ণ।

এটি ঠান্ডা বা গরম নয়। গাছে নতুন পাতা গজায়। প্রকৃতি হয়ে ওঠে সবুজ ও সতেজ। মৃদু বাতাস বইছে এবং পাখিরা আনন্দে গান গায়। বাগানে অনেক ফুল ফুটেছে। ফুলের গন্ধ আমাদের প্রশান্তি দেয়। আকাশ পরিষ্কার. সূর্যের আলো সবখানেই প্রাণ আছে। রাতের আকাশ অগণিত তারায় ভরা।

একটি বসন্তের সকালে, হাঁটা খুব প্রশান্তিময় । মানুষ তাদের কর্মক্ষেত্রে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের অন্তরে শান্তি ও সুখ থাকে। বসন্তে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমার মন আনন্দে নেচে ওঠে। এই সকল কারণে আমার বসন্তকে খুবই ভাল লাগে ।


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad