ফি আমানিল্লাহ (Fi-amanillah) অর্থ কি?

 ফি আমানিল্লাহ অর্থ কি?

ফি আমানিল্লাহ অর্থ কি? Fi-amanillah Ortho ki?

Fi-amanillah Ortho ki?

 ফি আমানিল্লাহ অর্থ-

ফি আমানিল্লাহ ( في امان الله ) একটি আরবী শব্দ।

পারিভাষিক অর্থঃ আল্লাহর নিরাপত্তায়। অর্থাৎ আল্লাহ তাআলার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম। 

বিভিন্ন কাজে কর্মে এবং কথাবার্তায় আমরা আলহামদুলিল্লাহ, সুবাহানাল্লাহ,  মাশাল্লাহ ইত্যাদি পরিভাষাগুলো ব্যবহার করলে আল্লাহর জিকির বা স্বর্ণের সওয়াব পাওয়া যায়।

কেননা এগুলো হচ্ছে মহান আল্লাহ তায়ালার জিকির এর মধ্যে অন্তর্ভুক্ত। 

আল্লাহতায়ালা বলেন, ‘(তারাই বুদ্ধিমান) যারা উঠতে, বসতে ও শয়নে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তাভাবনা করে (আপনা-আপনি বলে ওঠে), হে আমাদের রব!

এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যহীন সৃষ্টি করোনি।

বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পবিত্র ও মুক্ত।

কাজেই হে প্রভু! জাহান্নামের আজাব থেকে আমাদের মুক্ত করো’ (সূরা আলে ইমরান : ১৯১)।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, দুনিয়াতে মানুষের ওপর আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে, তার জিহ্বাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখা।

আমরা সব সময় যে কোন ক্ষেত্রে Thank You, Good Bye, Tata, Good Morning, Congratulation ইত্যাদি এ সকল বিষয়গুলো ইসলামিক পরিভাষায় নয়।

এ সকল জিনিস গুলো মানুষের জীবনে কখনোই সুফল বয়ে আনতে পারে না।

বর্তমান যুগে দাঁড়িয়ে বিজাতীয় এইসকল অভিবাদন গুলো ব্যবহার করে অনেক মানুষই নিজেকে স্মার্ট দাবি করে।

কিন্তু ইসলামী পরিভাষায় ব্যবহার এর মধ্যেই মুসলমানদের জন্য রয়েছে প্রকৃত সফলতা এবং শান্তি।

তাই আপনার উচিত এই সকল বিজাতীয় পরিভাষা ব্যাবহার না করে ইসলামী পরিভাষা ব্যবহার করা।

আমরা আপনাদের উদ্দেশ্যে দৈনিক জীবনে ব্যবহৃত ইসলামী সংস্কৃতির কিছু পরিভাষার উল্লেখ করেছি।

এই সকল জিনিস গুলো আপনারা যদি আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনধারা ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাল্লাহ।

আপনার যদি কারও সঙ্গে দেখা হয় কিংবা মেসেঞ্জার whatsapp-এ কথা হয় সে ক্ষেত্রে কথা বলার সময় Hi/Hello না বলে ‘আসসালামু আলাইকুম’ বলুন।

                                                  পোস্ট টি পড়তে এখানে ক্লিক করুন! 

যার অর্থ- আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

প্রতি উত্তরে বলুন ‘ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ (মুসলিম : ২০৫৫)

কেউ কেমন আছেন? যদি জানার জন্য জিজ্ঞাসা করেন তাহলে Fine/Nice, ভালো আছি, ভালো নেই, অসুস্থ, আছি মোটামুটি, আছি কোনোরকম- এমন অকৃতজ্ঞ ও হতাশাজনক উত্তর না দিয়ে প্রথমে ‘আলহামদুলিল্লাহ’ বলুন।

অর্থ- সব প্রশংসা আল্লাহর।

এরপর যদি আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন।

তেমনই কোন ভালো সংবাদ কিংবা হালাল কিছু অর্জনের ক্ষেত্রে আপনি Good News না বলেও ‘আলহামদুলিল্লাহ’ বলুন (ইবনে মাজাহ : ৩৮০৩-৩৮০৫)। ভবিষ্যতে

কোনো কাজ করার ক্ষেত্রে All Right, I will try না বলে ‘ইনশাআল্লাহ’ বলুন।

অর্থ- যদি আল্লাহ চান (সূরা কাহাফ : ২৩-২৪)।

কোনো বিপদের কথা শুনলে Very Sad না বলে ‘ইন্না লিল্লাহ’ বলুন। অর্থ- নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য (মুসলিম : ২১২৬)।

কারও প্রশংসা করার সময় Well done না বলে ‘মাশাআল্লাহ’ বলুন। অর্থ- আল্লাহ যেমন চেয়েছেন (মুসলিম : ৩৫০৮)।

আমরা সকলেই বর্তমান সময়ে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইলটি হাতে নিয়ে থাকে।

এবং সেখানে সে সময় আমরা যদি কাউকে বার্তা পাঠায় সে ক্ষেত্রে Good Morning লিখে সম্বোধন করি।

কিন্তু আপনাদের এক্ষেত্রে ইসলামিক সংস্কৃতি অনুসরণ করে ফি আমানিল্লাহ বলা উচিত।

এর অর্থ হচ্ছে- আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন।

এ সময়ে সালাম বিনিময় করা যেতে পারে। আবার কেউ যদি আপনার কাছে কোন ব্যাপারে দোয়া চায় সেক্ষেত্রেও আপনি ফি আমানিল্লাহ এবং বারাকাল্লাহ বলতে পারেন।

আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে Good Night না বলে ফি আমানিল্লাহ বলুন।

ফি আমানিল্লাহ অর্থ কি? Fi-amanillah Ortho ki?


একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad