ইসলামী প্রশ্ন উত্তর : ইস্তিকামাত কাকে বলে ?

ইসলামী প্রশ্ন উত্তর :   ইস্তিকামাত কাকে বলে ?


ইসলামী প্রশ্ন উত্তর :   ইস্তিকামাত কাকে বলে ?

হযরত উমর (রাদিআল্লাহু তা'আলা আনহু)অতি সাবলীল ভাষায় ইস্তিকামাতের বিষয়টি বুঝিয়েছেন। তিনি বলেন---

الاستقامة أن تستقيم على الأمر والنهي ولا تروغ منه روغان الثعلب


অর্থ : করণীয় ও বর্জনীয় বিষয়ের উপর অবিচল থাকার নাম ইস্তিকামাত। শিয়ালের মতো এদিক সেদিক ছুটোছুটি করলে ইস্তিকামাত অর্জন করা সম্ভব নয়। (তাফসীরে খাযেন ৩/২৫৫)

এজন্যই আল্লাহ্ তা‘আলা পবিত্র কুরআনে পরিষ্কার ভাষায় আদেশ করেন---

فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا

(তরজমা:) তোমাকে যেভাবে হুকুম করা হয়েছে, সেভাবে তুমি নিজেও সরল পথে স্থির থাকো এবং যারা তোমার সঙ্গে আছে তারাও। আর সীমালংঘন করো না। (সূরা হুদ; আয়াত ১১২)

সুতরাং রমাযানে যেসব আমল করেছি, তা রমাযানের পরও অব্যাহত রাখা অতীব জরুরী। এখানে রমাযানের বিশেষ কিছু আমলের বর্ণনা দেয়া হলো, যেগুলো আমরা সারা বছর সচল রাখতে পারি।

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad