ইসলামী প্রশ্ন উত্তর : ইস্তিকামাত কাকে বলে ?
হযরত উমর (রাদিআল্লাহু তা'আলা আনহু)অতি সাবলীল ভাষায় ইস্তিকামাতের বিষয়টি বুঝিয়েছেন। তিনি বলেন---
الاستقامة أن تستقيم على الأمر والنهي ولا تروغ منه روغان الثعلب
অর্থ : করণীয় ও বর্জনীয় বিষয়ের উপর অবিচল থাকার নাম ইস্তিকামাত। শিয়ালের মতো এদিক সেদিক ছুটোছুটি করলে ইস্তিকামাত অর্জন করা সম্ভব নয়। (তাফসীরে খাযেন ৩/২৫৫)
এজন্যই আল্লাহ্ তা‘আলা পবিত্র কুরআনে পরিষ্কার ভাষায় আদেশ করেন---
فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا
(তরজমা:) তোমাকে যেভাবে হুকুম করা হয়েছে, সেভাবে তুমি নিজেও সরল পথে স্থির থাকো এবং যারা তোমার সঙ্গে আছে তারাও। আর সীমালংঘন করো না। (সূরা হুদ; আয়াত ১১২)
সুতরাং রমাযানে যেসব আমল করেছি, তা রমাযানের পরও অব্যাহত রাখা অতীব জরুরী। এখানে রমাযানের বিশেষ কিছু আমলের বর্ণনা দেয়া হলো, যেগুলো আমরা সারা বছর সচল রাখতে পারি।