Islamic QA: র‌্যাকেট দ্বারা মশা মারা জায়েয হবে কি না

Islamic QA:  র‌্যাকেট দ্বারা মশা মারা জায়েয হবে কি না


Islamic QA:  র‌্যাকেট দ্বারা মশা মারা জায়েয হবে কি না

প্রশ্নঃ মশা মারার জন্য বাজারে এক ধরনের ইলেক্ট্রিক র‌্যাকেট পাওয়া যায়। উক্ত র‌্যাকেট মশাতে লাগলে আঘাত করলে তা থেকে স্ফুলিঙ্গ বের হয় এবং মশা মারা যায়। আসুন এবার জানা যাক যে, এ ধরনের র‌্যাকেট দ্বারা মশা মারা জায়েয হবে কি না ?


✍ উত্তর কোনো ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েয নেই। 

*রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلَّا اللَّهُ

আল্লাহ ব্যতীতো আর কারো অধিকার নেই আগুন দিয়ে শাস্তি দেওয়ার। (-সহীহ বুখারী, হাদীস ৩০১৬)

🔎 উক্ত র‌্যাকেট দিয়ে আঘাত করলে যেহেতু মশা পুড়ে মারা যায় তাই তা দ্বারা মশা মারা জায়েয হবে না। 

(তথ্যসূত্র: আলমুহীতুল *বুরহানী ৮/৯৪; ফাতাওয়া *হিন্দিয়া ৬/৩৬১; *ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়া ২/৩৪৮; *আদ্দুররুল মুখতার *৬/৭৫২)

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad