General knowledge / সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)
1/ প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?উত্তর : শিল্পী কামরুল হাসান।2/ প্রশ্ন: বাংলাদেশের সাংবিধানিক নাম কি?উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।3/ প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।4/ প্রশ্ন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?উত্তর : ১৯৮৮ সালে।5/ প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)6/ প্রশ্ন: কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে?উত্তর : জর্জ হ্যারিসন।
General knowledge / সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)
7/ প্রশ্ন: চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?উত্তর : রোম শহরকে।
8/ প্রশ্ন: এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে।
9/ প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?উত্তর : ১১৭৬ সালে।
10/ প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?11/ প্রশ্ন: পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?উত্তর : সাতটি।
উত্তর: গোয়ালন্দ।
12/ প্রশ্ন: সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে?উত্তর : ১৯৫৬ সালে।
13/ প্রশ্ন: বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?উত্তর : মালভূমি।
14/ প্রশ্ন: বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?উত্তর : ১৯৪১ সালে।
General knowledge / সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)
15/ প্রশ্ন: ‘সোয়াচ অব গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?উত্তর: বঙ্গোপসাগরে।
16/ প্রশ্ন: WWW মানে কি?উত্তর : World Wide Web
17/ প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?উত্তর : খাগড়াছড়ি জেলাকে।
18/ প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?19/ প্রশ্ন: বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি হিসেবে স্থান করে নেয়?উত্তর : ১৯২১ সালে।
উত্তর: আশির দশক।
20/ প্রশ্ন: ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?উত্তর : অ্যালেন গিনসবার্গ।
21/ প্রশ্ন: সাঙ্গু ভ্যালি কোথায়?উত্তর : চট্টগ্রামে।
22/ প্রশ্ন: মাইনমুখী ভ্যালি কোন জেলায়?উত্তর : রাঙামাটি জেলায়।
23/ প্রশ্ন: কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকার নাম কী?24/ প্রশ্ন: বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কত?উত্তর : ভেঙ্গি ভ্যালি।
উত্তর: ৪১।
General knowledge / সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)
25/ প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?উত্তর: জাতীয় সংসদের স্পিকার।
26/ প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?27/ প্রশ্ন: প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?উত্তর: ৪৬৮২ দিন।
উত্তর: বান্দরবান।
28/ প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?উত্তর: রাজারবাগ, ঢাকা।
29/ প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?30/ প্রশ্ন: বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?উত্তর: ১৯৭৪ সালে।
উত্তর: ৪৫৫০টি।
31/ প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?উত্তর: রেসকোর্স ময়দানে।
32/ প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?উত্তর: কুতুবদিয়া।
33/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।
34/ প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
35/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?উত্তর: শিব নারায়ণ দাস।
General knowledge / সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)
36/ প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?উত্তর: ৪টি।
37/ প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?উত্তর: চার্লস উইলকিনস।
38/ প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।
39/ প্রশ্ন: ‘জীবন তরী’ কী?উত্তর: একটি ভাসমান হাসপাতাল।
40/ প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।
যেকোন চাকরীর পরীক্ষার জন্য এই তথ্যগুলো জেনে রাখুন-