সাধারণ জ্ঞান ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)/ General knowledge

General knowledge / সাধারণ জ্ঞান ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)

General knowledge / সাধারণ জ্ঞান ( সরকারি ও বেসরকারি চাকুরি পরিক্ষার জন্য)

সাধারণ জ্ঞান হল সমস্ত মানব জাতির সামান্য জ্ঞান বা জ্ঞানের সারসংক্ষেপ। এটি প্রায় সমস্ত মানুষের সাম্প্রতিক পরিচয় থেকে উত্পন্ন হয় এবং তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ও পরিচিতি থেকে উদ্ভূত হয়। সাধারণ জ্ঞান অন্যভাবে সম্পর্কিত সব বিষয়ের সাধারণ বা সাধারণ ধারণা হতে পারে। এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন পরিবেশ ও সমাজ, ইতিহাস, ভৌত বিজ্ঞান, রাজনীতি, উদ্যোগ ও ব্যবসা, সংস্কৃতি ইত্যাদি।

বিভিন্ন কম্পেটেইটিভ পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে । তো আজকে আমরা তোমাদের জন্য সাধারণ জ্ঞান থেকে প্রশ্নউত্তর দিলাম ।


১) প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: নীলনদ


২) প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তর: হনসু।


৩) প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?

উত্তর: ১৭ মার্চ।


৪) প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?

উত্তর: আমাজান।


✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর: ভূটান।


৫) প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তর: বেলজিয়াম।


৬)আর্জদের ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর:- বেদ।


৭)বাংলার আদিবাসিগন কোন ভাষার ছিল?

উত্তর:- অস্ট্রিক।


৮)দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে ডাকা হত?

উত্তর:- দ্রাবিড়।


৯)নৃতাত্নিকভাবে বাংলাদেশে মানুষ প্রধাণত কোন নরগোষ্ঠির অন্তরভুক্ত?

উত্তর:- আদি অস্ট্রলীয়।


১০)আংলাদেশে বসবাসরত আদি অধিবাসিদের বড় অংশ কোনটি?

উত্তর:- মঙ্গলয়েড।

General knowledge / সাধারণ জ্ঞান 

১১)বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

উত্তর:- পুন্ভ্র।


১২)বগুড়া প্রচিন বাংলার কোন জনপদের অন্তরভুক্ত?

উত্তর:- পুন্ভ্র।


১৩)পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তরভুক্ত ‍ছিল?

উত্তর:- চন্দ্রদ্বীপ।


১৪) কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমান ছিল?

উত্তর:- পদ্মা।


১৫)বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর:- বঙ্গ।


১৬)পাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝনো হতো?

উত্তর:- কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল।


১৭)বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রচিনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর:- বঙ্গ।


১৮)বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায়?

উত্তর:- উত্তরবঙ্গ।


১৯)রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ , রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়-

উত্তর:- বরেন্দ্রভূমি।


২০)প্রচীর বংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?

উত্তর:- হরিকেল।


২১)চট্রগ্রাম অঞ্চলের প্রচীন নাম কী?

উত্তর:- হরিকেল।


২২) সিলে অঞ্চলের প্রাচীন নাম কী?

উত্তর:- হরিকেল।


২৩)প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়?

উত্তর:- বর্ধমান।

General knowledge / সাধারণ জ্ঞান 

২৪) প্রশ্ন: মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?

উত্তর: ১৯০৬ সালে।


২৫)প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?

উত্তর: আবদুল গাফফার চৌধুরী।


২৬)প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?

উত্তর: জুলাই- জুন।


২৭) প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?

উত্তর: নরওয়ে-কে।


২৮) প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?

উত্তর: ১৯৬১ সালে।


২৯) প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?

উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।


৩০)অমরমোষ কি জাতীয় গ্রন্থ?

উত্তর:- অভিধান।


৩১)বংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?

উত্তর:- ফাফ হিয়েন।


৩২)চীনা পরিব্যাজক ফা হিয়েন কখন ভারত বর্ষে অবস্থান করেন?

উত্তর:- ৪০১ থেকে ৪১০ খ্রিস্টাব্দ পর্যন্ত।


৩৩)বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর:- নালন্দা।


৩৪)প্রাচীন বাংলয় কতটি রাজ্য ছিল?

উত্তর:- ২টি।


৩৫)প্রাচীনকালে এদেশের নাম কী ছিল?

উত্তর:- বঙ্গ।


৩৬)প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় বাজ্য প্রতিষ্টা করেন কে?

উত্তর:- শশাঙ্ক।

General knowledge / সাধারণ জ্ঞান 

৩৭)কো গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন?

উত্তর:- শশাঙ্ক।


৩৮) প্রশ্ন.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৮৫ সালে।


৩৯) প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?

উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।


৪০) প্রশ্ন: জার্মানির রাজধানীর নাম কি?

উত্তর: বার্লিন।


৪১) প্রশ্ন: যুগ সন্ধিক্ষণের কবি কে?

উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।


৪২)বাংলাদেশে প্রথন দীর্ঘস্থায়ী রাজ বংশের নাম কী?

উত্তর:- পাল বংশ।


৪৩)বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- গোপাল।


৪৪)পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর:- ধর্মপাল।


৪৫)পাল শাসন আমলে একটি কাব্য হলো।

উত্তর:- রাম চরিতন।


৪৬)বাংলাদেশের শেষ হিন্দু রাজা কে ছিলেন?

উত্তর:- লক্ষণ সেন।


৪৭)সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন?

উত্তর:- মুহাম্মদ বিন কাশিম।


৪৮)প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন?

উত্তর:- মুহাম্মদ বিন কাশিম।


৪৯)সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?

উত্তর:- ১৭ বার।


৫০) প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?

উত্তর: ফররুখ আহমেদ।

General knowledge / সাধারণ জ্ঞান 

একটি মন্তব্য পোস্ট করুন

Be alert before spamming comments.

নবীনতর পূর্বতন

Sponsored

Responsive Ad