এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে আবেদনপত্র
এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহের অনুরোধ জানিয়ে তোমার পৌরসভার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র রচনা কর।
তারিখ : ১০ জুন, ২০২২
বরাবর
চেয়ারম্যান,
সালটিয়া ইউনিয়ন পরিষদ,
গফরগাঁও, ময়মনসিংহ।
বিষয় : এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ প্রসঙ্গে।
জনাব,
আমরা আপনাদের ইউনিয়নের বাসিন্দা। আমাদের গ্রামের মানুষের দুর্দশা বর্ণনাতীত। এডিস মশার উপদ্রব আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রক্ষা নেই। কিছুতেই মশার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। এলাকার অনেক মানুষ মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। আশা করব মশা নিধনের জন্য জরুরী ব্যবস্থা নেওয়া হবে খুবই দ্রুত ।
অতএব, আপনার নিকট আবেদন এই যে, অতি জরুরি ভিত্তিতে এডিস মশা নিধনের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে এলাকাবসীকে এই দুর্দশা থেকে মুক্ত করতে আজ্ঞা হয়।
বিনীত,
আপনার বিশ্বস্ত,
মানিক।