Write a letter to your friend describing the last prize-giving ceremony of your school.
তোমাদের English Writing Part এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো Letter Writing. তোমরা অনেকে আমাদের ফেইসবুকে মেসেজ করেছ Letter writing and Email Writing এর বিষয়ে । তোমরা জানতে চেয়েছ আমরা কেন এই গুলো আপডেট করছি না । আমাদের ওয়েবসাইটে মাসিক ৬০০০০ হাজারের চেয়ে বেশি ভিজিটর এর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী যারা আমাদের সাইটে আসে তাদের শিক্ষার উপকরণ গুলো পেতে আমাদের ১৫ জনেরও বেশি টিম কাজ করছে তোমাদের চাহিদা পূরণের জন্য । ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব তোমাদেরকে চাহিদা মোতাবেক সার্ভিস দেওয়ার জন্য কোন বিনিময় ছাড়া ।
April 14, 2023
City Gate
Akbarshah, Chattogram
Dear X,
Thank you for your letter. You wanted to know about our school/college graduation award program. Today I am giving you a brief description of it.
It was held on our school premises last April. We have decorated our school building in a very nice way. The chief guest arrived just a few minutes before the ceremony began. He was given a warm welcome. The program started with the recitation of the Holy Quran at 10 am. After reading the report, the Headmaster called each recipient by name and the President presented the award. You will be very happy to know that I received two awards. Finally the President rose to deliver his speech. He gives valuable advice to the students. The program ends at 2 pm.
No more today. With best wishes and love.
Yours ever
Y
তোমার চিঠির জন্য তোমাকে ধন্যবাদ. তুমি আমাদের স্কুল/কলেজ গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে জানতে চেয়েছিলে। আজকে আমি তোমাকে এর সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি।
গত এপ্রিলে আমাদের স্কুল প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। আমরা আমাদের বিদ্যালয়ের ভবনটি অত্যন্ত সুস্বাদু করে সাজিয়েছি। অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক মিনিট আগে প্রধান অতিথি আসেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রতিবেদন পড়ার পর প্রধান শিক্ষক প্রত্যেক প্রাপককে নাম ধরে ডাকেন এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করেন। আমি দুটি পুরস্কার পেয়েছি জেনে আপনি খুব খুশি হবেন। অবশেষে রাষ্ট্রপতি তার ভাষণ দিতে উঠলেন। তিনি শিক্ষার্থীদের মূল্যবান পরামর্শ দেন। অনুষ্ঠান শেষ হয় দুপুর ২টায়।
আজ আর নয়। শুভেচ্ছা ও ভালোবাসা নিও।